ব্লক মার্কেটে সাড়ে ২২ কোটির টাকার লেনদেন

- আপডেট: ০৪:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১০৪৭৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ব্লক মার্কেটে ৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২২ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রীড। আজ এ কোম্পানিটির মোট ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে জুট স্পিনার্সের শেয়ার
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪০ লাখ ২৭ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার, রেনেটা লিমিটেডের ১ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার, এ্যাপেক্স ফুটওয়্যারের ১ কোটি ৩ লাখ ৩৬ হাজার, ফাইন ফুডসের ৯০ লাখ ৩৬ হাজার, লাফার্জ হোলসিম বাংলাদেশের ৭২ লাখ ২৫ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫৮ লাখ ৫০ হাজার এবং হামিদ ফেব্রিক্স লিমিটেডের ৫৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএ