১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

ভবিষ্যতে কর অব্যাহতির ক্ষমতা সংসদের হাতে থাকবে: এনবিআর চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১০২০৬ বার দেখা হয়েছে

ভবিষ্যতে করছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

বুধবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্যা বিজনেস’ অনুষ্ঠানে ফরেন চেম্বারের সঙ্গে আলোচনায় এই কথা জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসার পরিবেশ সুষ্ঠু আছে কি না  তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছে কি না তাও দেখা এনবিআরের কাজ।’

কর্মকর্তাদের উদ্দেশ্যে আবদুর রহমান বলেন, ‘যে কারো সঙ্গে অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শুধু রিওয়ার্ড পাওয়ার জন্য কাজ না করে কর্মীদের সেবার মানসিকতা তৈরির আহ্বানও জানান এনবিআর চেয়ারম্যান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভবিষ্যতে কর অব্যাহতির ক্ষমতা সংসদের হাতে থাকবে: এনবিআর চেয়ারম্যান

আপডেট: ০৫:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ভবিষ্যতে করছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

বুধবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্যা বিজনেস’ অনুষ্ঠানে ফরেন চেম্বারের সঙ্গে আলোচনায় এই কথা জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসার পরিবেশ সুষ্ঠু আছে কি না  তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছে কি না তাও দেখা এনবিআরের কাজ।’

কর্মকর্তাদের উদ্দেশ্যে আবদুর রহমান বলেন, ‘যে কারো সঙ্গে অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন অনিয়মকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শুধু রিওয়ার্ড পাওয়ার জন্য কাজ না করে কর্মীদের সেবার মানসিকতা তৈরির আহ্বানও জানান এনবিআর চেয়ারম্যান।

ঢাকা/এসএইচ