০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

ভাড়াভিত্তিক চার বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়িয়েছে সরকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪৫৪ বার দেখা হয়েছে

সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পাওয়ার প্যাক লিমিটেড ও চট্টগ্রামের অ্যাক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসের উৎপাদন ক্ষমতা ১০০ মেগাওয়াট করে। রাজশাহীর নর্দার্ন পাওয়ার সলিউশন ও চাঁপাইনবাবগঞ্জের সিনহা পাওয়ার জেনারেশন লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট করে।

জরুরি ভিত্তিতে বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার ২০১০ সালে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানোর বিশেষ আইন পাস করে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়াতে ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন আইন করা হয়।

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নিরুৎসাহিত করা হলেও বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ বাড়ল কোন যুক্তিতে, এ বিষয়ে বৈঠকের সভাপতি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কিছু জানাননি। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক সাধারণত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে থাকেন। তিনিও আজ তা করেননি।

কেন ব্রিফ করেননি, এমন প্রশ্নের জবাবে আবদুল বারিক বলেন, ‘আমি নির্দেশিত হইনি।’ বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধির কারণ জানতে চাইলে আবদুল বারিক বলেন, ‘যতটুকু জেনেছি, বিদ্যুৎ না দিলে টাকা পাবেন না (নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট), এ ভিত্তিতে মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে মিয়ানমার থেকে দুই লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে ক্রয় কমিটিতে। প্রতিটন চালের দাম পড়বে ৪৬৫ ডলার। তবে বাজারদরের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে কি না, তা জানতে চাওয়ার সুযোগ পাওয়া যায়নি।

ক্রয় কমিটির এর আগের বৈঠকে (গত ৩১ আগস্ট অনুষ্ঠিত) রাশিয়া থেকে ৫ লাখ টন গম এবং ভারত ও ভিয়েতনাম থেকে আতপ ও সিদ্ধ মিলিয়ে ৩ লাখ ৩০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। খাদ্য মন্ত্রণালয় অবশ্য রাশিয়ার কাছ থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয় তারও এক সপ্তাহ আগে ২৪ আগস্ট।

আরো পড়ুন: ব্যাংকে জ্বালানি সাশ্রয়ে নীতিমালা তৈরির নির্দেশ: বাংলাদেশ ব্যাংক

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভাড়াভিত্তিক চার বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়িয়েছে সরকার

আপডেট: ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পাওয়ার প্যাক লিমিটেড ও চট্টগ্রামের অ্যাক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসের উৎপাদন ক্ষমতা ১০০ মেগাওয়াট করে। রাজশাহীর নর্দার্ন পাওয়ার সলিউশন ও চাঁপাইনবাবগঞ্জের সিনহা পাওয়ার জেনারেশন লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট করে।

জরুরি ভিত্তিতে বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার ২০১০ সালে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানোর বিশেষ আইন পাস করে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়াতে ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন আইন করা হয়।

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নিরুৎসাহিত করা হলেও বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ বাড়ল কোন যুক্তিতে, এ বিষয়ে বৈঠকের সভাপতি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কিছু জানাননি। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক সাধারণত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে থাকেন। তিনিও আজ তা করেননি।

কেন ব্রিফ করেননি, এমন প্রশ্নের জবাবে আবদুল বারিক বলেন, ‘আমি নির্দেশিত হইনি।’ বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধির কারণ জানতে চাইলে আবদুল বারিক বলেন, ‘যতটুকু জেনেছি, বিদ্যুৎ না দিলে টাকা পাবেন না (নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট), এ ভিত্তিতে মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে মিয়ানমার থেকে দুই লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে ক্রয় কমিটিতে। প্রতিটন চালের দাম পড়বে ৪৬৫ ডলার। তবে বাজারদরের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে কি না, তা জানতে চাওয়ার সুযোগ পাওয়া যায়নি।

ক্রয় কমিটির এর আগের বৈঠকে (গত ৩১ আগস্ট অনুষ্ঠিত) রাশিয়া থেকে ৫ লাখ টন গম এবং ভারত ও ভিয়েতনাম থেকে আতপ ও সিদ্ধ মিলিয়ে ৩ লাখ ৩০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। খাদ্য মন্ত্রণালয় অবশ্য রাশিয়ার কাছ থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয় তারও এক সপ্তাহ আগে ২৪ আগস্ট।

আরো পড়ুন: ব্যাংকে জ্বালানি সাশ্রয়ে নীতিমালা তৈরির নির্দেশ: বাংলাদেশ ব্যাংক

ঢাকা/এসএ