০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ভিসিপিয়াব পুনরায় সভাপতি হয়েছে শামীম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার শামীম আহসান। তিনি ২০২২-২৪ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। শামীম আহসান বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১৩ এপ্রিল) ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ড. জিয়া ইউ আহমেদ। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিফ বাংলাদেশ ভেঞ্চারস এলএলসির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম।

এ ছাড়া সংগঠনটির পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন- ভেলোসিটি এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন; এসবিকে টেক ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির; কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার তানভীর আলী; অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেএইচ আসাদুল ইসলাম; আইডিএলস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জাভেদ নূর।

‘স্টার্টআপ কিংডম’ বইয়ের সহ-লেখক এবং দেশের শীর্ষস্থানীয় আইটি কনসালটিং ও সফটওয়্যার সল্যুশন কোম্পানি ই-জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান দেশের আইসিটি সেক্টরের প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য টানা চতুর্থবারের মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত হয়েছেন।

এদিকে জিয়া ইউ আহমেদের দক্ষিণ এশিয়ায় উন্নয়ন অর্থায়নে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস ইনকর্পোরেশনের চেয়ারম্যান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আসিফ মাহমুদ এডিএন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ডিসিসিআই, কেবিসিসিআই, ডব্লিউআইবিএ এবং বাক্য’র একজন সক্রিয় সদস্য। শফিক-উল-আজম মাইডাস ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম ২০২২-২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। আফতাব উল ইসলাম বিডি ভেঞ্চারের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভিসিপিয়াব পুনরায় সভাপতি হয়েছে শামীম

আপডেট: ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার শামীম আহসান। তিনি ২০২২-২৪ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। শামীম আহসান বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১৩ এপ্রিল) ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ড. জিয়া ইউ আহমেদ। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিফ বাংলাদেশ ভেঞ্চারস এলএলসির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম।

এ ছাড়া সংগঠনটির পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন- ভেলোসিটি এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন; এসবিকে টেক ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির; কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার তানভীর আলী; অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেএইচ আসাদুল ইসলাম; আইডিএলস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জাভেদ নূর।

‘স্টার্টআপ কিংডম’ বইয়ের সহ-লেখক এবং দেশের শীর্ষস্থানীয় আইটি কনসালটিং ও সফটওয়্যার সল্যুশন কোম্পানি ই-জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান দেশের আইসিটি সেক্টরের প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য টানা চতুর্থবারের মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত হয়েছেন।

এদিকে জিয়া ইউ আহমেদের দক্ষিণ এশিয়ায় উন্নয়ন অর্থায়নে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস ইনকর্পোরেশনের চেয়ারম্যান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আসিফ মাহমুদ এডিএন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ডিসিসিআই, কেবিসিসিআই, ডব্লিউআইবিএ এবং বাক্য’র একজন সক্রিয় সদস্য। শফিক-উল-আজম মাইডাস ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম ২০২২-২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। আফতাব উল ইসলাম বিডি ভেঞ্চারের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক।

ঢাকা/টিএ