১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে না এলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৩২৩ বার দেখা হয়েছে

বাজারে ভোজ্যতেলের দাম আগামী এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের পদত্যাগের দাবি জানিয়েছে বক্তারা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মহিউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য উপদেষ্টা নিজেই খোলা ড্রামে বিক্রয় করা ভোজ্যতেল ব্যবহারের কথা বলার কারণে কতিপয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তেলের বাজারকে করেছে অস্থিতিশীল। আমি মনে করি, বাণিজ্য উপদেষ্টা নিজেই সিন্ডিকেটের সদস্য। যদি আগামী এক সপ্তাহের মধ্যে তেলের বাজার ক্রেতা সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে না আসে তাহলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, আমরা ক্যাবের পক্ষ থেকে অনেক কষ্ট সহ্য করে ভোক্তা সাধারণের স্বার্থে কাজ করে যাচ্ছি। কিন্তু সরকার যদি জনগণের কল্যাণে সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে সেটা অত্যন্ত পরিতাপের বিষয়।

আরও পড়ুন: প্রবাসীদের জন্য সৌদি আরব-ইউএইতে রপ্তানি হবে ১১ হাজার টন ইলিশ

তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার অভিযান জোরদার না করে, তা হলে ভোক্তা অধিদপ্তর ঘেরাও করা হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক যুগ্ম সচিব ও ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোহা. শওকত আলী খান, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. বাহাদুর সাজেদা আক্তার, ক্যাব নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মীর রেজাউল করিম প্রমুখ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে না এলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি

আপডেট: ০৬:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

বাজারে ভোজ্যতেলের দাম আগামী এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের পদত্যাগের দাবি জানিয়েছে বক্তারা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মহিউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য উপদেষ্টা নিজেই খোলা ড্রামে বিক্রয় করা ভোজ্যতেল ব্যবহারের কথা বলার কারণে কতিপয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তেলের বাজারকে করেছে অস্থিতিশীল। আমি মনে করি, বাণিজ্য উপদেষ্টা নিজেই সিন্ডিকেটের সদস্য। যদি আগামী এক সপ্তাহের মধ্যে তেলের বাজার ক্রেতা সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে না আসে তাহলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, আমরা ক্যাবের পক্ষ থেকে অনেক কষ্ট সহ্য করে ভোক্তা সাধারণের স্বার্থে কাজ করে যাচ্ছি। কিন্তু সরকার যদি জনগণের কল্যাণে সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে সেটা অত্যন্ত পরিতাপের বিষয়।

আরও পড়ুন: প্রবাসীদের জন্য সৌদি আরব-ইউএইতে রপ্তানি হবে ১১ হাজার টন ইলিশ

তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার অভিযান জোরদার না করে, তা হলে ভোক্তা অধিদপ্তর ঘেরাও করা হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক যুগ্ম সচিব ও ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোহা. শওকত আলী খান, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. বাহাদুর সাজেদা আক্তার, ক্যাব নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মীর রেজাউল করিম প্রমুখ।

ঢাকা/এসএইচ