মশা তাড়ানোর প্রাকৃতিক পাঁচ উপায়

- আপডেট: ০২:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১০৪০৯ বার দেখা হয়েছে
মশা দেখতে খুব ছোট হলেও এর কামড় থেকে মৃত্যুও হয়ে থাকে। প্রাণঘাতী রোগ বহন করা এই মশা সম্প্রতি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে সময় পার করছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর মতো ভয়াবহ প্রাণঘাতী রোগ বহন করে মশা। আর মশাবাহিত প্রাণঘাতী রোগ থেকে রক্ষার উপায় হচ্ছে নিজেকে এর কামড় থেকে রক্ষ করা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার নানা উপায় রয়েছে। তবে সব উপায় যেমন কার্যকর নয়, তেমনি সব উপায় আবার স্বাস্থ্যের জন্য উপকারীও নয়। কিছু উপায় রয়েছে যা মশা দূর করলেও বিপরীতে অন্য কোনোভাবে স্বাস্থ্যের ক্ষতি করে আমাদের। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মতলেবুর রহমান নিজের ক্ষতি ছাড়াই মশা তাড়ানোর উপায় নিয়ে কথা বলেছেন। এবার তাহলে সেসব উপায়গুলো জেনে নেয়া যাক।
ভ্যাপোরাইজার : ভ্যাপোরাইজার মশা দূর করার জন্য ভালো ভূমিকা রাখে। তবে এটি ব্যবহারে সচেতন থাকতে হবে, কারণ ভ্যাপোরাইজার শ্বাসতন্ত্র খুব সংবেদনশীল ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে। এক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করতে পারেন।
প্রাকৃতিক উপায় : দারুচিনি তেল মশা দূরে রাখতে বেশ কার্যকর। এ জন্য আধা কাপ পানিতে ১ চা চামচের চার ভাগের ১ ভাগ পরিমাণ দারুচিনি তেল নিন। এবার দুটি উপাদান ভালো করে মিশিয়ে তৈরি করে নিতে পারেন মশা তাড়ানোর মস্কিউটো রিপেলেন্ট। এই উপাদান ত্বক বা কাপড়ে স্প্রে করে নিতে পারেন। এতে দেড় ঘণ্টা পর্যন্ত মশা দূরে থাকবে। তারপর ফের স্প্রে করতে হবে।
এই মিশ্রণে কোনো রাসায়নিকজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় বা শঙ্কা থাকে না। তবে পানিতে মিশিয়ে নেয়ার সময় সতর্ক থাকতে হবে। তেলের পরিমাণ যেন কখনো বেশি না হয়। তাহলে ত্বক জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে।
আরও পড়ুন: যে ১০ কৌশলে গর্ভধারণ সক্ষমতা বাড়াবেন
ইলেক্ট্রিক ব্যাট : আজকাল মশা তাড়ানোর বিভিন্ন উপায়ের মধ্যে ইলেক্ট্রিক ব্যাটও বেশ কার্যকর। ব্যাটটি ফুল চার্জ করে মশা মারতে পারেন।
মস্কিউটো রিপেলেন্ট : এখন বাজারে মশা তাড়ানোর মস্কিউটো রিপেলেন্ট পাওয়া যায়। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশনা মেনে এই উপাদান ত্বক বা কাপড়ে ব্যবহার করা যেতে পারে। তবে সতর্ক থাকতে হবে, রিপেলেন্ট যেন শিশুর এবং কাপড়ে ব্যবহার উপযোগী হয়।
ধূপ : কয়েলের ধোঁয়া স্বাভাবিকভাবে শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে বিকল্প উপায় হিসেবে ধূপ ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন সকাল-সন্ধ্যায় বাড়িতে ধূপ জ্বালানো যেতে পারে। এতে মশা দূরে থাকবে।
ঢাকা/এসএম