০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

মহান বিজয় দিবস আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

‘এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা; আমরা তোমাদের ভুলব নাৃ।’ পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ছিল লাখো শহীদের আত্মদান, মা-বোনদের সম্ভ্রম হারানোর এক লোমহর্ষক ইতিহাস। বাঙালি জাতি আজ শ্রদ্ধাভরে সেই বীরদের স্মরণ করবে, যাদের ত্যাগে আজকের স্বাধীন বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিন আজ। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। পরাধীনতার অভিশাপ থেকে মুক্ত হয় বাঙালি জাতি।

একাত্তরের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। এই সংগ্রামের-বিজয়ের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতীয় পর্যায়ে দিবসটি পালনে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে দিবসটির আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরোনো বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x

মহান বিজয় দিবস আজ

আপডেট: ১২:১৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

‘এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা; আমরা তোমাদের ভুলব নাৃ।’ পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ছিল লাখো শহীদের আত্মদান, মা-বোনদের সম্ভ্রম হারানোর এক লোমহর্ষক ইতিহাস। বাঙালি জাতি আজ শ্রদ্ধাভরে সেই বীরদের স্মরণ করবে, যাদের ত্যাগে আজকের স্বাধীন বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিন আজ। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। পরাধীনতার অভিশাপ থেকে মুক্ত হয় বাঙালি জাতি।

একাত্তরের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। এই সংগ্রামের-বিজয়ের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতীয় পর্যায়ে দিবসটি পালনে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে দিবসটির আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরোনো বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

ঢাকা/এসআর