০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ :
মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১০২১৩ বার দেখা হয়েছে
মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অংশীদার দেশগুলোকে মানব পাচারকারীদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং শাস্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদারে আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস মানব পাচারকারীদের বিরুদ্ধে দেশটির অবস্থান নিয়ে এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছে।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, যারা অভিবাসীদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার নামে প্রতারণা করে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে মানব পাচারকারীদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং শাস্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাচ্ছি।
ঢাকা/এসএইচ