০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ১০২৩৩ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা আর যেন না বাড়ে, সেটি নিয়ে কাজ করতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (২৩ আগস্ট) ‘ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়েলফেয়ার অব দ্য ক্যাপিটাল: টুওয়ার্ডস আ সাস্টেইনেবল ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বেড়ে যাচ্ছে। সুরক্ষা কবচ না থাকায় মানুষ ঢাকামুখী হচ্ছে। এজন্য বিকেন্দ্রীকরণ করতেই হবে। ঢাকার জনসংখ্যা যেভাবে কমাতে চাচ্ছি সেভাবে হয়তো কমাতে পারবো না। তবে এখানের জনসংখ্যা আর যেন না বাড়ে, সেটি নিয়ে কাজ করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিতে (বেলা) কাজ করেছি বলে যে কোনো পরিবেশগত সমস্যায় আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন। কিন্তু নদী সমস্যার বিষয় নৌ মন্ত্রণালয়ের অধীনে। তারপরও আমরা চারটি নদী নিয়ে কাজ করেছি। ৬৩ জেলার নদী নিয়ে কাজ করছি। ১৩টা নদী নিয়ে সরকারের কাছ থেকে ফান্ড চাওয়ার বিষয়ে কথা বলেছি।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের সিন্ডিকেট রুখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

কেন বাজারে যাওয়ার সময় আপনার বাবার মতো বাজারের ব্যাগটা নিয়ে যান না– প্রশ্ন রেখে তিনি বলেন, বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানও সময় চাইবেন! দুটি একসঙ্গে হতে পারে না। যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে।

সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে উন্মুক্ত স্থানে ময়লা যেন না পোড়ানো হয়– এটি নিয়ে আমাদের টিম কাজ করবে।

‘সাভার থেকে ইটভাটা এবং শিল্পপ্রতিষ্ঠানের দূষণগুলো যেন ঢাকায় না আসে, সেটি নিয়ে কাজ করবো। এছাড়া পুরনো বাসগুলো ঢাকা থেকে সরাতে হবে। কিন্তু সেটা করতে গেলে আবার ডাক আসে পরিবহন ধর্মঘটের’, যোগ করেন তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

আপডেট: ০৪:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা আর যেন না বাড়ে, সেটি নিয়ে কাজ করতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (২৩ আগস্ট) ‘ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়েলফেয়ার অব দ্য ক্যাপিটাল: টুওয়ার্ডস আ সাস্টেইনেবল ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বেড়ে যাচ্ছে। সুরক্ষা কবচ না থাকায় মানুষ ঢাকামুখী হচ্ছে। এজন্য বিকেন্দ্রীকরণ করতেই হবে। ঢাকার জনসংখ্যা যেভাবে কমাতে চাচ্ছি সেভাবে হয়তো কমাতে পারবো না। তবে এখানের জনসংখ্যা আর যেন না বাড়ে, সেটি নিয়ে কাজ করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিতে (বেলা) কাজ করেছি বলে যে কোনো পরিবেশগত সমস্যায় আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন। কিন্তু নদী সমস্যার বিষয় নৌ মন্ত্রণালয়ের অধীনে। তারপরও আমরা চারটি নদী নিয়ে কাজ করেছি। ৬৩ জেলার নদী নিয়ে কাজ করছি। ১৩টা নদী নিয়ে সরকারের কাছ থেকে ফান্ড চাওয়ার বিষয়ে কথা বলেছি।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের সিন্ডিকেট রুখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

কেন বাজারে যাওয়ার সময় আপনার বাবার মতো বাজারের ব্যাগটা নিয়ে যান না– প্রশ্ন রেখে তিনি বলেন, বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানও সময় চাইবেন! দুটি একসঙ্গে হতে পারে না। যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে।

সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে উন্মুক্ত স্থানে ময়লা যেন না পোড়ানো হয়– এটি নিয়ে আমাদের টিম কাজ করবে।

‘সাভার থেকে ইটভাটা এবং শিল্পপ্রতিষ্ঠানের দূষণগুলো যেন ঢাকায় না আসে, সেটি নিয়ে কাজ করবো। এছাড়া পুরনো বাসগুলো ঢাকা থেকে সরাতে হবে। কিন্তু সেটা করতে গেলে আবার ডাক আসে পরিবহন ধর্মঘটের’, যোগ করেন তিনি।

ঢাকা/এসএইচ