১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

মার্কেট মেকার হিসেবে নিবন্ধন পেলো বি-রিচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • / ১০২৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মার্কেট মেকার হসেবে নিবন্ধন পেয়েছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার বি-রিচ লিমিটেড। আজ সোমবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা,২০১৭ এর আওতায় কমিশন বি-রিচ লিমিটেডকে এ নিবন্ধন দিয়েছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারের অস্বাভাবিক উত্থান পতন রোধে ২০০২ সালে তৈরি করা হয় বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) বিধিমালা। তবে ওই বিধিমালার কোন কার্যকারিতা নেই। ২০১০ সালের ধসের পর বাজার সৃষ্টিকারী তৈরির বিষয়ে বেশ তোড়জোড় দেখা দেয় সংশ্লিষ্টদের মধ্যে। ২০১১ সালের নভেম্বরে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে বিএসইসির চেয়ারম্যানের কাছে এ বিষয়ে মৌখিক প্রস্তাবও দেয়া হয়। এরপর ২০১২ সালের শুরুর দিকে ডিএসইসির পক্ষ থেকেও মৌখিক একটি প্রস্তাব দেয়া হয়।

পরবর্তীতে ২০১২ সালের জুনের মাঝামাঝিতে বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বাজার সৃষ্টিকারী তৈরির বিষয়ে একাধিকবার আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে ২০১৩ সালের শুরুর দিকে বাজার সৃষ্টিকারীর বিদ্যমান বিধিমালাতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

বাজর সৃষ্টিকারীর বিষয়ে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা, ২০০০’ বলা হয় আইনের আওতায় কোনো মার্চেন্ট ব্যাংক, তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, স্টক ডিলার বা স্টক ব্রোকার বিএসইসি (এসইসি) থেকে সনদ পাওয়ার যোগ্য হবে।

নিবন্ধন পাওয়া বাজার সৃষ্টিকারীরা সর্বোচ্চ সততা, বিশ্বস্ততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বাজার কার্যক্রম পরিচালনা করবে। প্রত্যেকে এক বছরের জন্য সনদ পাবেন এবং তাদের সব হিসাব ১০ বছরের জন্য সংরক্ষণ করতে হবে। অনুমোদিত বাজার সৃষ্টিকারী সিকিউরিটির বা শেয়ারের তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এবং বাজারের আচরণের উপর তাদের ভূমিকা নির্ধারণ করবে।

ঢাকা/এইচকে

শেয়ার করুন

x

মার্কেট মেকার হিসেবে নিবন্ধন পেলো বি-রিচ

আপডেট: ০৫:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: মার্কেট মেকার হসেবে নিবন্ধন পেয়েছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার বি-রিচ লিমিটেড। আজ সোমবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা,২০১৭ এর আওতায় কমিশন বি-রিচ লিমিটেডকে এ নিবন্ধন দিয়েছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারের অস্বাভাবিক উত্থান পতন রোধে ২০০২ সালে তৈরি করা হয় বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) বিধিমালা। তবে ওই বিধিমালার কোন কার্যকারিতা নেই। ২০১০ সালের ধসের পর বাজার সৃষ্টিকারী তৈরির বিষয়ে বেশ তোড়জোড় দেখা দেয় সংশ্লিষ্টদের মধ্যে। ২০১১ সালের নভেম্বরে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে বিএসইসির চেয়ারম্যানের কাছে এ বিষয়ে মৌখিক প্রস্তাবও দেয়া হয়। এরপর ২০১২ সালের শুরুর দিকে ডিএসইসির পক্ষ থেকেও মৌখিক একটি প্রস্তাব দেয়া হয়।

পরবর্তীতে ২০১২ সালের জুনের মাঝামাঝিতে বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বাজার সৃষ্টিকারী তৈরির বিষয়ে একাধিকবার আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে ২০১৩ সালের শুরুর দিকে বাজার সৃষ্টিকারীর বিদ্যমান বিধিমালাতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

বাজর সৃষ্টিকারীর বিষয়ে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা, ২০০০’ বলা হয় আইনের আওতায় কোনো মার্চেন্ট ব্যাংক, তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, স্টক ডিলার বা স্টক ব্রোকার বিএসইসি (এসইসি) থেকে সনদ পাওয়ার যোগ্য হবে।

নিবন্ধন পাওয়া বাজার সৃষ্টিকারীরা সর্বোচ্চ সততা, বিশ্বস্ততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বাজার কার্যক্রম পরিচালনা করবে। প্রত্যেকে এক বছরের জন্য সনদ পাবেন এবং তাদের সব হিসাব ১০ বছরের জন্য সংরক্ষণ করতে হবে। অনুমোদিত বাজার সৃষ্টিকারী সিকিউরিটির বা শেয়ারের তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এবং বাজারের আচরণের উপর তাদের ভূমিকা নির্ধারণ করবে।

ঢাকা/এইচকে