মুমিনুলের প্রতিরোধে দ্বিতীয় সেশন পার

- আপডেট: ০২:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের শেষটায় দৃঢ় চেতা ব্যাটিং ছিল মুমিনুল-সাকিবের। তাতে দ্বিতীয় সেশন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু লাঞ্চ ব্রেক থেকে ফিরে প্রথম বলেই এই জুটি ভেঙেছে সাকিবের বিদায়ে। ৪৩ রানের জুটি ভাঙলে মুশফিকুর রহিম, লিটন দাসও জুটি গড়ে মুমিনুলকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু খুব বেশি সতর্ক না হওয়ায় দ্বিতীয় সেশনে উইকেট বিলিয়ে দিয়েছেন তারা।
প্রথম সেশনে দুই উইকেট পড়েছে। ২৮ ওভারে যোগ হয়েছে ৮২ রান। দ্বিতীয় সেশনে ২৯ ওভারের খেলায় ৩ উইকেট পড়েছে। যোগ হয়েছে ১০২ রান। শুধু মুমিনুলের ব্যাটিংয়ে একপ্রান্তে শক্ত প্রতিরোধ গড়ে উঠেছে। চায়ের বিরতিতে যাওয়ার আগে ৫৭ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৪ রান। ক্রিজে আছেন মেহেদী হাসান (৪) ও মুমিনুল (৬৫)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত টেস্টের মতো এই টেস্টেও আগ্রাসী রূপে দেখা গেছে সাকিবকে। লাঞ্চের পর প্রথম বলে এই আগ্রাসন ধরে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন। উমেশ যাবের বল তুলে মারতে গেলে চেতেশ্বর পূজারার সহজ ক্যাচে পরিণত হয়েছেন। তাতে ভেঙেছে ৪৩ রানের জুটি। সাকিব ১৬ রানে ফিরেছেন।
৮৩ রানে তৃতীয় উইকেটের পতনের পর প্রতিরোধের নেতৃত্বে থাকেন মুমিনুলই। মুশফিককে নিয়ে দ্রুত গতিতে রানও তুলতে থাকেন তারা। দলের স্কোর ১৩০ রান হতেই উনাদকাটের বলে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। এই জুটিতে যোগ হয় ৪৮ রান। মুশফিক ফেরার আগে ৪৬ বলে ২৬ রান করেছেন।
লিটন দাসের বেলাতেও দ্রুত শট খেলে রান তোলার তাড়না দেখা গেছে। দ্রুত ৪২ রান যোগ করে ফেলেন লিটন-মুমিনুল। কিন্তু থিতু হওয়ার মানসিকতা না থাকায় লিটন ফ্লিক করতে গিয়ে বল তুলে দেন বাতাসে। মিডউইকেটে রাহুলের সহজ ক্যাচে পরিণত হয়ে ২৫ রানে ফিরতে হয়েছে তাকে।
বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টা অবিচ্ছিন্ন থেকেই পার করেছেন জাকির-শান্ত। চার বলের ব্যবধানে দুই ওপেনার বিদায় নিলে চাপে পড়তে হয় তাদের। সেখান থেকে প্রথম সেশনের বাকি সময় সাকিব আল হাসান-মুমিনুল হকের দৃঢ়তাতেই পার করে স্বাগতিকরা।
বাজে ফর্মে আগের দুই টেস্টের একাদশে মুমিনুল সুযোগ পাননি। আর সেই মুমিনুলই ভারতের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। আগের ৯ ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারা এই ব্যাটার তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৬তম ফিফটি।
সাকিব-মুমিনুলের আগে উদ্বোধনী জুটি প্রথম ঘণ্টায় বিনা উইকেটে যোগ করেছে ৩৭ রান। আর দুই রান যোগ হওয়ার পর ১৪তম ওভারে জাকিরকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন উনাদকাট।
উনাদকাটের বাড়তি বাউন্সের বলে কাট করতে গিয়েই বিপদ ডেকে আনেন জাকির। গ্লাভস ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তাতে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে তার বিদায়ে। প্রথম টেস্টে সেঞ্চুরি করা জাকির ৩৪ বলে ১৫ রান করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
পরের ওভারে অশ্বিনের বলটি ঠিকমতো বিচার করতে পারেননি শান্ত। পা বাড়িয়ে ডিফেন্ড করেছিলেন। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আঙুলও তুলে দেন। পরে রিভিউ নিয়েও শান্ত বাঁচতে পারেননি। জাকিরের পর ফেরা শান্ত ২৪ রান করতে পেরেছেন।
অবশ্য দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলেছিলেন অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া জাকির। কিন্তু উমেশ যাদবের বলে ডিপ ফাইন লেগে তার ক্যাচ হাতে রাখতে পারেননি মোহাম্মদ সিরাজ। বরং সেই চেষ্টায় এই পেসার উল্টো কাঁধে ব্যথা পেয়েছেন। তার পর থেকে অবশ্য সতর্ক থেকেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করে যাচ্ছিলেন। সেই জুটি ভাঙলেন এক যুগ পর টেস্ট দলে ফেরা উনাদকাট।
ঢাকা/এসএ