০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

মৃত্যুর আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৩৭৬ বার দেখা হয়েছে

বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। ব্য়ক্তিগত জীবনে সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সঞ্জুবাবা। প্রথম ছবিই হিট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। তার একসময়ের ‘চকোলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। যে কারণে সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারো।

সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। যিনি সঞ্জুবাবার জন্য ঠিক কী করেছিলেন, জানলেও তার অন্য ভক্তরাও চমকে উঠবেন।

ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল। সালটা ছিল ২০১৮। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন।

নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, তার সকল সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হোক।

আরও পড়ুন: প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলাম: শুভশ্রী

এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তবে অভিনেতা নিশাকে চিনতেন না। কোনোদিন তাদের দেখাও হয়নি। যে কারণে ভক্তের এমন পাগলামো কর্মকাণ্ডে সায় দেননি তিনি।

সঞ্জয় জানান, পুরো ঘটনায় তিনি অভিভুত। তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি।

অভিনেতা বলেছিলেন, ‘আমি কোনো দাবি করব না। আমি নিশাকে চিনতাম না এবং পুরো ঘটনা নিয়ে আমি এতটাই অভিভূত যে এ বিষয়ে কথা বলাও কঠিন’

অভিনেতার আইনজীবী নিশ্চিত করেন, ‘আমরা জানিয়ে দিয়েছি, সঞ্জয় দত্ত কোনো সম্পদের ওপর দাবি জানাবেন না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল সম্পদ নিশার পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলবেন।’

ব্যাক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা।

সূত্র: ইন্ডিয়া.কম ও হিন্দুস্তান টাইমস।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মৃত্যুর আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত

আপডেট: ০৪:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। ব্য়ক্তিগত জীবনে সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সঞ্জুবাবা। প্রথম ছবিই হিট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছে সঞ্জয় দত্ত। তার একসময়ের ‘চকোলেট বয়’ ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। যে কারণে সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারো।

সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। যিনি সঞ্জুবাবার জন্য ঠিক কী করেছিলেন, জানলেও তার অন্য ভক্তরাও চমকে উঠবেন।

ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল। সালটা ছিল ২০১৮। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন।

নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, তার সকল সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হোক।

আরও পড়ুন: প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলাম: শুভশ্রী

এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তবে অভিনেতা নিশাকে চিনতেন না। কোনোদিন তাদের দেখাও হয়নি। যে কারণে ভক্তের এমন পাগলামো কর্মকাণ্ডে সায় দেননি তিনি।

সঞ্জয় জানান, পুরো ঘটনায় তিনি অভিভুত। তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি।

অভিনেতা বলেছিলেন, ‘আমি কোনো দাবি করব না। আমি নিশাকে চিনতাম না এবং পুরো ঘটনা নিয়ে আমি এতটাই অভিভূত যে এ বিষয়ে কথা বলাও কঠিন’

অভিনেতার আইনজীবী নিশ্চিত করেন, ‘আমরা জানিয়ে দিয়েছি, সঞ্জয় দত্ত কোনো সম্পদের ওপর দাবি জানাবেন না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল সম্পদ নিশার পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলবেন।’

ব্যাক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা।

সূত্র: ইন্ডিয়া.কম ও হিন্দুস্তান টাইমস।

ঢাকা/এসএইচ