০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মেসি ম্যারাডোনা-বাতিস্তুতার রেকর্ড ভাঙলেও জিতেনি আর্জেন্টিনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্রোতের বিপরীতেই ঘটল ঘটনা। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১-২ ব্যবধানে হেরে নিজেদের বিশ্বকাপ শুরু করেছে। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি। ২০০৬ বিশ্বকাপ দিয়ে বিশ্ব মঞ্চে পা রাখা এই তারকা কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে টানা চার আসরে গোল করার রেকর্ড গড়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ম্যাচের ১০ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। ওই গোলেই ২০১০, ২০১৪, ২০১৮ আসরের পর ২০২২ আসরেও গোলে খাতা খুলেছেন মেসি।

এর আগে ডিয়াগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন। ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ও ১৯৯০ সালের আসরে গোল করেছিলেন। এর মধ্যে আর্জেন্টিনা একটিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একটির ফাইনালে হেরেছিল।

আরও পড়ুন: যে ছকে আজ মাঠে নামবে আর্জেন্টিনা

গ্যাব্রিয়েল বাতিস্তুতা আলবিসেলেস্তেদের হয়ে ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন। এবারই আর্জেন্টিনা প্রথমবার ৩৪ এর উপরে চার খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ খেলছে। মেসি, ওটামেন্ডি, ডি মারিয়া ও পাপ্পু গোমেজ ওই চার খেলোয়াড়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মেসি ম্যারাডোনা-বাতিস্তুতার রেকর্ড ভাঙলেও জিতেনি আর্জেন্টিনা

আপডেট: ০৬:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্রোতের বিপরীতেই ঘটল ঘটনা। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১-২ ব্যবধানে হেরে নিজেদের বিশ্বকাপ শুরু করেছে। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি। ২০০৬ বিশ্বকাপ দিয়ে বিশ্ব মঞ্চে পা রাখা এই তারকা কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে টানা চার আসরে গোল করার রেকর্ড গড়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ম্যাচের ১০ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। ওই গোলেই ২০১০, ২০১৪, ২০১৮ আসরের পর ২০২২ আসরেও গোলে খাতা খুলেছেন মেসি।

এর আগে ডিয়াগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন। ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ও ১৯৯০ সালের আসরে গোল করেছিলেন। এর মধ্যে আর্জেন্টিনা একটিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একটির ফাইনালে হেরেছিল।

আরও পড়ুন: যে ছকে আজ মাঠে নামবে আর্জেন্টিনা

গ্যাব্রিয়েল বাতিস্তুতা আলবিসেলেস্তেদের হয়ে ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন। এবারই আর্জেন্টিনা প্রথমবার ৩৪ এর উপরে চার খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ খেলছে। মেসি, ওটামেন্ডি, ডি মারিয়া ও পাপ্পু গোমেজ ওই চার খেলোয়াড়।

ঢাকা/এসএ