০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মেহজাবীনের দখলে ভালোবাসা দিবস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৩০৯ বার দেখা হয়েছে

ভালোবাসা দিবসকে কেন্দ্র প্রতি বছর একাধিক নাটক নির্মাণ হয়ে থাকে। অধিকাংশ নাটকে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের ভালোবাসা দিবসও নিজের দখলে রেখেছেন মেহজাবীন।

মেহজাবীন মানেই দর্শকের মাঝে বাড়তি উচ্ছ্বাস। দর্শক চাহিদা থাকায় এবার ২০টিরও বেশি নাটকে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। খোঁজ নিয়ে এমনটাই জানা গেছে। মেহজাবীন অভিনীত নাটকগুলো দেশের বিভিন্ন টেলিভিশন এবং ইউটিউবে প্রচার হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি, দর্শকদের মনের মতো কাজ করতে। তাদের ভালোলাগা মানে আমার সার্থকতা। সেই তাড়না থেকেই এবার ভালোবাসা দিবসে বেশকিছু নাটকে অভিনয় করেছি।’

মেহজাবীন অভিনীত নাটকগুলোর হলো—‘মেরুন’, ‘ভুলবশত’, ‘সিন্ধান্ত’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘মাজনু’, ‘ভুলজন্ম’, ‘কাজলরেখা’, ‘নৈব নৈব চ’, ‘লতা অডিও’, ‘বিলোপ’, ‘ভুলতে পারিন না, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘গোলমরিচ’, ‘পান সুপারি’, ‘লাভ বাই মিসটেক’, ‘রেড বেল রেড’, ‘আয় ফিরে আয়’ , ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘মধু সিং’, ‘বান্টি বানু’।

শেয়ার করুন

মেহজাবীনের দখলে ভালোবাসা দিবস

আপডেট: ০৪:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

ভালোবাসা দিবসকে কেন্দ্র প্রতি বছর একাধিক নাটক নির্মাণ হয়ে থাকে। অধিকাংশ নাটকে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের ভালোবাসা দিবসও নিজের দখলে রেখেছেন মেহজাবীন।

মেহজাবীন মানেই দর্শকের মাঝে বাড়তি উচ্ছ্বাস। দর্শক চাহিদা থাকায় এবার ২০টিরও বেশি নাটকে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। খোঁজ নিয়ে এমনটাই জানা গেছে। মেহজাবীন অভিনীত নাটকগুলো দেশের বিভিন্ন টেলিভিশন এবং ইউটিউবে প্রচার হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি, দর্শকদের মনের মতো কাজ করতে। তাদের ভালোলাগা মানে আমার সার্থকতা। সেই তাড়না থেকেই এবার ভালোবাসা দিবসে বেশকিছু নাটকে অভিনয় করেছি।’

মেহজাবীন অভিনীত নাটকগুলোর হলো—‘মেরুন’, ‘ভুলবশত’, ‘সিন্ধান্ত’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘মাজনু’, ‘ভুলজন্ম’, ‘কাজলরেখা’, ‘নৈব নৈব চ’, ‘লতা অডিও’, ‘বিলোপ’, ‘ভুলতে পারিন না, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘গোলমরিচ’, ‘পান সুপারি’, ‘লাভ বাই মিসটেক’, ‘রেড বেল রেড’, ‘আয় ফিরে আয়’ , ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘মধু সিং’, ‘বান্টি বানু’।