০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

মোটরসাইকেলে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২ জন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মোটরসাইকেলে বিআরটিসি বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা (৩৮) এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম (২৮)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয়রা জানান, সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসে বিআরটিসির রংপুরগামী একটি যাত্রীবাহী বাস। ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক সোহেল ও আরোহী সেলিনা। দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: কুমিল্লায় জামায়াতের আমিরসহ আটক ২০

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা স্বামী-স্ত্রী কিনা জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ এক লাখ আট হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

মোটরসাইকেলে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২ জন

আপডেট: ০১:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মোটরসাইকেলে বিআরটিসি বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা (৩৮) এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম (২৮)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয়রা জানান, সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসে বিআরটিসির রংপুরগামী একটি যাত্রীবাহী বাস। ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক সোহেল ও আরোহী সেলিনা। দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: কুমিল্লায় জামায়াতের আমিরসহ আটক ২০

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা স্বামী-স্ত্রী কিনা জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ এক লাখ আট হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

ঢাকা/এসএ