০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

মোশাররফ-তিশাকে নিয়ে সঞ্জয়ের ’অমানুষ’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / ১০৩৭৭ বার দেখা হয়েছে

‌’অমানুষ’ নামে নতুন একটি ওয়েব কন্টেন্ট  নির্মাণ করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এতে জুটি হয়ে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তানজিন তিশা। ৭ ডিসেম্ভর থেকে শুরু হচ্ছে  এর শুটিং। 

সামাজিক গল্পে  এতে থাকবে সিনেমাটিক স্বাদ। মানুষের কাছে অনমানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজন মানুষের ভেতরে যে একজন মানুষ বসবাস করে, আবার মানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজনের ভেতরেও যে অমানুষ থাকে। সেটা তোলে ধরা হবে ফিল্মটি।  

সঞ্জয় সমাদ্দার জানালেন, ‘এটি একটি হৃদয়বিদারক গল্প যেখানে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে সবচেয়ে বড় কথা জীবন ব্যপি বয়ে বেড়ানো দুঃখ আছে। একটি সোশ্যাল ইস্যু কে সামনে নিয়ে আসা হবে। অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দেয়া হবে এই গল্পের মাধ্যমে।’ 

এটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন। এতে বিভিন্ন চরিত্রে আরও থাকবেন, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, টাইগার রবি ,ডন, ফরহাদ লিমন। 

ওয়েব কন্টেন্টিতে  একটি আইটেম ও একটি রোমান্টিক গানও থাকবে। দুটি গান যথাক্রমে লিখেছেন গীতিকার ইশতিয়াক আহমেদ ও সোমেশ্বর অলি। আইটেম সং এ পার্ফম করবেন সেমন্তী সৌমি

অমানুষে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মোশাররফ করিম ও তানজিন তিশা। তারা জানান, সঞ্জয়ের নির্দেশনায় আগেও কাজ করা হয়েছে। তার নির্মাণের উপর একটা আস্থা তৈরি হয়েছে। স্ক্রিণে দারুন গল্প বলতে পারে সে। অমানুষ নিয়ে আপাতত কিছু বলবো না। দর্শকরা পর্দায় দেখেই মন্তব্য করুক।

মোশাররফ করিমকে নিয়ে এর আগে সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন ‘যে শহরে টাকা উড়ে’ নামের একটি নাটক। যা প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। অন্যদিকে দিশাকে মূখ্য চরিত্র করে নির্মাণ করেছেন ‘শিকল’ নামের একটি ওযেব সিরিজ। এটির মাধ্যমেই প্রথম ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তানজিন তিশা। ওটিটি প্লাটফর্ম বিনজে প্রচারের অপেক্ষায় আছে ‘শেকল’।

‘শেকল’ মুক্তির আগেই মোশাররফ করিম ও তানজিন তিশাকে জুটি করে এবার সঞ্জয় নির্মাণ করছেন ‘অমানুষ’। যা ওটিটি প্লাটফর্ম  আরটিভি প্লাসে মুক্তি পাবে বলে জানালেন নির্মাতা।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মোশাররফ-তিশাকে নিয়ে সঞ্জয়ের ’অমানুষ’

আপডেট: ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

‌’অমানুষ’ নামে নতুন একটি ওয়েব কন্টেন্ট  নির্মাণ করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এতে জুটি হয়ে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তানজিন তিশা। ৭ ডিসেম্ভর থেকে শুরু হচ্ছে  এর শুটিং। 

সামাজিক গল্পে  এতে থাকবে সিনেমাটিক স্বাদ। মানুষের কাছে অনমানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজন মানুষের ভেতরে যে একজন মানুষ বসবাস করে, আবার মানুষ হিসেবে পরিচিতি পাওয়া একজনের ভেতরেও যে অমানুষ থাকে। সেটা তোলে ধরা হবে ফিল্মটি।  

সঞ্জয় সমাদ্দার জানালেন, ‘এটি একটি হৃদয়বিদারক গল্প যেখানে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে সবচেয়ে বড় কথা জীবন ব্যপি বয়ে বেড়ানো দুঃখ আছে। একটি সোশ্যাল ইস্যু কে সামনে নিয়ে আসা হবে। অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দেয়া হবে এই গল্পের মাধ্যমে।’ 

এটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন। এতে বিভিন্ন চরিত্রে আরও থাকবেন, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, টাইগার রবি ,ডন, ফরহাদ লিমন। 

ওয়েব কন্টেন্টিতে  একটি আইটেম ও একটি রোমান্টিক গানও থাকবে। দুটি গান যথাক্রমে লিখেছেন গীতিকার ইশতিয়াক আহমেদ ও সোমেশ্বর অলি। আইটেম সং এ পার্ফম করবেন সেমন্তী সৌমি

অমানুষে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মোশাররফ করিম ও তানজিন তিশা। তারা জানান, সঞ্জয়ের নির্দেশনায় আগেও কাজ করা হয়েছে। তার নির্মাণের উপর একটা আস্থা তৈরি হয়েছে। স্ক্রিণে দারুন গল্প বলতে পারে সে। অমানুষ নিয়ে আপাতত কিছু বলবো না। দর্শকরা পর্দায় দেখেই মন্তব্য করুক।

মোশাররফ করিমকে নিয়ে এর আগে সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন ‘যে শহরে টাকা উড়ে’ নামের একটি নাটক। যা প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। অন্যদিকে দিশাকে মূখ্য চরিত্র করে নির্মাণ করেছেন ‘শিকল’ নামের একটি ওযেব সিরিজ। এটির মাধ্যমেই প্রথম ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তানজিন তিশা। ওটিটি প্লাটফর্ম বিনজে প্রচারের অপেক্ষায় আছে ‘শেকল’।

‘শেকল’ মুক্তির আগেই মোশাররফ করিম ও তানজিন তিশাকে জুটি করে এবার সঞ্জয় নির্মাণ করছেন ‘অমানুষ’। যা ওটিটি প্লাটফর্ম  আরটিভি প্লাসে মুক্তি পাবে বলে জানালেন নির্মাতা।