০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

যন্ত্রণায় কাতর মিমি, বহুদিন ধরে ভুগছেন এই রোগে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১০৩৭৯ বার দেখা হয়েছে

টলিপাড়ায় খুবই পরিচিত মুখ মিমি চক্রবর্তী। তার অভিনয় বরাবরই প্রশংসিত দর্শকমহলে। কাজের ব্যস্ততা, শরীরচর্চা, পোষ্যদের সময় দেওয়ার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি। সেরকমই শনিবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তার একাধিক ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, মাইগ্রেনের সমস্যায় ভোগেন তিনি।

মিমির শেয়ার করা ছবিতে একদিকে যেমন দেখা যাচ্ছে, তার জিমের ছবি। অন্যদিকে মেদহীন স্বাস্থ্যও ধরা দিয়েছে ক্যামেরাতে। এর মধ্যে একটি ছবি ছিল, যেখানে নায়িকার চোখের ওপর আইস প্যাক লাগানো। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মাইগ্রেনের যন্ত্রণা যখন হতে শুরু করে।

প্রসঙ্গত, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছরও অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান, এই মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।

এটি সাধারণত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়, আবার পরবর্তীকালেও হয়। অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন মানুষ। এর ফলে আক্রান্তের সাধারণ মাথাব্যথা হয়। সহ্য হয় না আলো, প্রবল আওয়াজ। মিমির মাইগ্রেন রয়েছে।

আরও পড়ুন: বিয়ের পর ভাগ্য খুলে গেছে: মেহজাবীন

শ্যুটিং থেকে শুরু করে একাধিক ফটোশ্যুট, অ্যাড শ্যুট, ছবির প্রচারসহ প্রতিদিনিই প্রচুর কাজের মধ্যে দিয়ে যেতে হয় মিমিকে। তবে খাওয়া-দাওয়া খুব একটা দেরিতে না হলেও সঠিক সময়েই করেন তিনি। সঙ্গে রয়েছে কড়া শরীরচর্চা। খুবই শৃঙ্খলাপরায়ন জীবন যাপন করে থাকেন মিমি।

খুব একটা টলিপাড়ার পার্টিতে দেখা মেলে না তার। কাজের ফাঁকে মিমি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই রক্তবীজ ২-এর শ্যুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির। পাশাপাশি ডাইনি সিরিজেও মিমির অভিনয় খুবই প্রশংসা পেয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

যন্ত্রণায় কাতর মিমি, বহুদিন ধরে ভুগছেন এই রোগে

আপডেট: ০৫:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

টলিপাড়ায় খুবই পরিচিত মুখ মিমি চক্রবর্তী। তার অভিনয় বরাবরই প্রশংসিত দর্শকমহলে। কাজের ব্যস্ততা, শরীরচর্চা, পোষ্যদের সময় দেওয়ার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি। সেরকমই শনিবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তার একাধিক ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, মাইগ্রেনের সমস্যায় ভোগেন তিনি।

মিমির শেয়ার করা ছবিতে একদিকে যেমন দেখা যাচ্ছে, তার জিমের ছবি। অন্যদিকে মেদহীন স্বাস্থ্যও ধরা দিয়েছে ক্যামেরাতে। এর মধ্যে একটি ছবি ছিল, যেখানে নায়িকার চোখের ওপর আইস প্যাক লাগানো। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মাইগ্রেনের যন্ত্রণা যখন হতে শুরু করে।

প্রসঙ্গত, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছরও অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান, এই মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।

এটি সাধারণত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়, আবার পরবর্তীকালেও হয়। অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন মানুষ। এর ফলে আক্রান্তের সাধারণ মাথাব্যথা হয়। সহ্য হয় না আলো, প্রবল আওয়াজ। মিমির মাইগ্রেন রয়েছে।

আরও পড়ুন: বিয়ের পর ভাগ্য খুলে গেছে: মেহজাবীন

শ্যুটিং থেকে শুরু করে একাধিক ফটোশ্যুট, অ্যাড শ্যুট, ছবির প্রচারসহ প্রতিদিনিই প্রচুর কাজের মধ্যে দিয়ে যেতে হয় মিমিকে। তবে খাওয়া-দাওয়া খুব একটা দেরিতে না হলেও সঠিক সময়েই করেন তিনি। সঙ্গে রয়েছে কড়া শরীরচর্চা। খুবই শৃঙ্খলাপরায়ন জীবন যাপন করে থাকেন মিমি।

খুব একটা টলিপাড়ার পার্টিতে দেখা মেলে না তার। কাজের ফাঁকে মিমি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই রক্তবীজ ২-এর শ্যুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির। পাশাপাশি ডাইনি সিরিজেও মিমির অভিনয় খুবই প্রশংসা পেয়েছে।

ঢাকা/এসএইচ