যুক্তরাষ্ট্রে ৬ মাসে বন্দুক সহিংসতায় ২০ হাজার মানুষের মৃত্যু

- আপডেট: ০১:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১০৩৮৮ বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক সহিংসতায় এ পর্যন্ত ১৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্দুক ব্যবহার করে আত্মহত্যা করেছেন ১১ হাজার ২২০ জন। গতকাল সোমবার (১৯ জুন) দেশটির গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য প্রকাশ করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গান ভায়োলেন্স আর্কাইভের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে গত রোববার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে মোট ৩১৭টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহতদের মধ্যে ৮৩৮ জনের বয়স ১৭ বছরের নিচে। এ বয়সীদের মধ্যে আহতদের সংখ্যা ২ হাজার ২০২ জন।
আরও পড়ুন: সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
কমপক্ষে ৪ জন হতাহত হয়েছে এমন হামলার ঘটনাগুলো এ তালিকায় অন্তুর্ভুক্ত করা হয়েছে।বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশের বাস যুক্তরাষ্ট্রে হলেও বেসামরিকদের হাতে থাকা অস্ত্রের ৪৬ শতাংশই রয়েছে মার্কিন নাগরিকদের হাতে। ব্যক্তি মালিকানাধীন অস্ত্র ও ম্যাস শ্যুটিং উভয় ক্ষেত্রে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।
ঢাকা/এসএম