১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

রপ্তানি ক্রয়াদেশ কমার শঙ্কা: বিজিএমইএ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৯০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি অর্থবছরের দুই মাসে (জুলাই ও আগস্ট) ক্রমাগতভাবে পণ্য রপ্তানি ক্রয়াদেশ কমেছে। আগামী মাসগুলোতে এটি আরও কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে এই তথ‍্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাকশিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি হলেও গত দুই মাসে আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি ক্রমাগতভাবে ক্রয়াদেশ কমছে। আমাদের অন্যতম রপ্তানি বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং মন্দার কারণে আগামী মৌসুমের জন্য গত দুই মাসে কার্যাদেশ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। 

তিনি বলেন, খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমানভাবে মুদ্রাস্ফীতির বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছেন। অনেক ব্র্যান্ডের পণ্যের খুচরা বিক্রি কমেছে। এতে তাদের অবিক্রিত পণ্য বেড়ে যাচ্ছে। এসব বিবেচনা করে আগামী মাসগুলোতে আমাদের রপ্তানি আরো কমতে পারে।

আরও পড়ুন: অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা বিজিএমইএ সভাপতির

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রপ্তানি ক্রয়াদেশ কমার শঙ্কা: বিজিএমইএ

আপডেট: ০৩:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি অর্থবছরের দুই মাসে (জুলাই ও আগস্ট) ক্রমাগতভাবে পণ্য রপ্তানি ক্রয়াদেশ কমেছে। আগামী মাসগুলোতে এটি আরও কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে এই তথ‍্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাকশিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি হলেও গত দুই মাসে আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি ক্রমাগতভাবে ক্রয়াদেশ কমছে। আমাদের অন্যতম রপ্তানি বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং মন্দার কারণে আগামী মৌসুমের জন্য গত দুই মাসে কার্যাদেশ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। 

তিনি বলেন, খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমানভাবে মুদ্রাস্ফীতির বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছেন। অনেক ব্র্যান্ডের পণ্যের খুচরা বিক্রি কমেছে। এতে তাদের অবিক্রিত পণ্য বেড়ে যাচ্ছে। এসব বিবেচনা করে আগামী মাসগুলোতে আমাদের রপ্তানি আরো কমতে পারে।

আরও পড়ুন: অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা বিজিএমইএ সভাপতির

ঢাকা/টিএ