০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাতে ইংল্যান্ড যাচ্ছেন লিটন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ১০৩৯৮ বার দেখা হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই বহরে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। প্রথম বহর গতকাল রাতে পৌঁছানোর পর আজ (মঙ্গলবার) সকালে দ্বিতীয় বহর দেশটিতে পৌঁছেছে। তবে দলের সঙ্গে ছিলেন না লিটন দাস। জানা গেছে, আজ রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন টাইগার উইকেটকিপার এই ব্যাটার।

দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন লিটন। এদিকে, আইপিএল খেলতে ভারতে অবস্থান করা পেসার মুস্তাফিজুর রহমান কবে দলের সঙ্গে যোগ দেবেন এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। শোনা যাচ্ছে, ভারত থেকে প্রথমে ঢাকায় ফিরবেন মুস্তাফিজ। পরে বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে লন্ডনে যাবেন ফিজ। একই দিনে লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিসিবির দুই কর্মকর্তার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, সাকিব আল হাসান এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে, সেখান থেকেই লন্ডনে যাবেন টাইগার এই অলরাউন্ডার।

মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রাতে ইংল্যান্ড যাচ্ছেন লিটন

আপডেট: ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই বহরে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। প্রথম বহর গতকাল রাতে পৌঁছানোর পর আজ (মঙ্গলবার) সকালে দ্বিতীয় বহর দেশটিতে পৌঁছেছে। তবে দলের সঙ্গে ছিলেন না লিটন দাস। জানা গেছে, আজ রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন টাইগার উইকেটকিপার এই ব্যাটার।

দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন লিটন। এদিকে, আইপিএল খেলতে ভারতে অবস্থান করা পেসার মুস্তাফিজুর রহমান কবে দলের সঙ্গে যোগ দেবেন এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। শোনা যাচ্ছে, ভারত থেকে প্রথমে ঢাকায় ফিরবেন মুস্তাফিজ। পরে বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে লন্ডনে যাবেন ফিজ। একই দিনে লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিসিবির দুই কর্মকর্তার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, সাকিব আল হাসান এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে, সেখান থেকেই লন্ডনে যাবেন টাইগার এই অলরাউন্ডার।

মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ঢাকা/এসএম