রাশমিকার ভুয়া ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: কঠোর শাস্তি ঘোষণা

- আপডেট: ০৪:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১০৪৩২ বার দেখা হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে বলা হচ্ছিল আপত্তিকর অঙ্গভঙ্গি করতে থাকা নারী দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। পরে জানা যায়, চেহারার মিল থাকলেও ওই নারী আসলে রাশমিকা নন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অন্য নারীর মুখের উপর অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এ তথ্য জানার পরই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করে রাশমিকার অনুসারীরা।
রাশমিকা মান্দানার মুখ ব্যবহার করে ভাইরাল হওয়া ‘ডিপফেক এআই’ ভিডিও নিয়ে চারদিকে যখন চলছে আলোচনা-সমালোচনা তখন দোষীদের শাস্তির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে অন্য ব্যক্তির বেশ ধারণ করা কোনো বিষয়বস্তু হোস্ট না করার জন্য ও আইন অনুযায়ী অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ ধরনের কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে তাদেরকে অনুরোধ করা হয়েছে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যেখানে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এর ৬৬ডি প্রয়োগ হবে।
আরও পড়ুন: জ্বরে আক্রান্ত শাকিব খান
এ ঘটনায় বিব্রত রাশমিকার পাশে দাঁড়িয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। সোমবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট করে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ইন্টারনেট ব্যবহারকারী সমস্ত ডিজিটাল নাগরিকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন অমিতাভ বচ্চন সহ সিনেমা জগতের অনেকেই।
প্রসঙ্গত, ভিডিওটি মূলত ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের। কিন্তু ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে এডিট করে তার মুখ সরিয়ে সেখানে রাশমিকার মুখ বসিয়ে দেওয়া হয়। রাশমিকার ‘আপত্তিকর’ ভুয়া ভিডিও নিয়ে বক্তব্যও দিয়েছেন জারা।
ঢাকা/এসএম