০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

রেফারিকে অর্থ প্রদানের অভিযোগে তদন্তের মুখে বার্সেলোনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ১০৩৪৪ বার দেখা হয়েছে

রেফারিং কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে অর্থ প্রদানের দায়ে বার্সেলোনা এবং ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ও হোসেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছেন স্পেনের প্রসিকিউটররা। শুক্রবার তারা এই বিষয়টি নিশ্চিত করেন।

ক্লাবের সাবেক নির্বাহী অস্কার গ্রাউ ও অ্যালবার্ট সোলেরকেও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। এছাড়া সাবেক রেফারি হোসে মারিয়া এনরিকেজ নেগরেইরাকেও রাখা হচ্ছে কাঠগড়ায়, যার কোম্পানি বার্সার কাছ থেকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৭০ লাখ ইউরো নিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রীড়া ও ব্যবসায় দুর্নীতি, অন্যায্য প্রশাসন ও বাণিজ্যিক নথিপত্রে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রোসেল ও বার্তোমেউর মাধ্যমে নেগরেইরার সঙ্গে একটি মৌখিক চুক্তি হয়েছিল। ক্লাবের ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্ত যেন বার্সার পক্ষে থাকে সেটাই ছিল চুক্তির মূল বিষয়। এমনকি খেলাকে প্রভাবিত করাও ছিল উদ্দেশ্য।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রোসেল বার্সার প্রেসিডেন্ট ছিলেন। তার উত্তরসূরি হন বার্তোমেউ, যিনি পদত্যাগ করেন ২০২০ সালে। পরের বছর তার জায়গায় আসেন হোয়ান লাপোর্তা। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকায় তাকেও সাক্ষী হিসেবে ডাকা হতে পারে।

গত মঙ্গলবার তিনি বলেছিলেন, ‘বার্সা কখনও রেফারিদের কেনেনি কিংবা প্রভাবিত করেনি। এরকম উদ্দেশ্য কখনও ছিল না এবং এটা পরিষ্কার।’

আরও পড়ুন: আজ টিভিতে যা দেখবেন

আপাতত তদন্ত করা হচ্ছে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সার কাছ থেকে নেগরেইরার ১৪ লাখ ইউরো নেওয়ার ঘটনায়।

লা লিগা প্রধান হাভিয়ের তেবাস বলেছেন, এই অভিযোগপত্র দায়ের করা হলেও তিন বছরেরও বেশি সময় পার হওয়ার কারণে এখনই স্পেনে কোনও নিষেধাজ্ঞার কবলে পড়ছে না বার্সা। তবে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনও ব্যবস্থা নেওয়ার থাকলে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তিনি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

রেফারিকে অর্থ প্রদানের অভিযোগে তদন্তের মুখে বার্সেলোনা

আপডেট: ০১:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

রেফারিং কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে অর্থ প্রদানের দায়ে বার্সেলোনা এবং ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ও হোসেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছেন স্পেনের প্রসিকিউটররা। শুক্রবার তারা এই বিষয়টি নিশ্চিত করেন।

ক্লাবের সাবেক নির্বাহী অস্কার গ্রাউ ও অ্যালবার্ট সোলেরকেও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। এছাড়া সাবেক রেফারি হোসে মারিয়া এনরিকেজ নেগরেইরাকেও রাখা হচ্ছে কাঠগড়ায়, যার কোম্পানি বার্সার কাছ থেকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৭০ লাখ ইউরো নিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রীড়া ও ব্যবসায় দুর্নীতি, অন্যায্য প্রশাসন ও বাণিজ্যিক নথিপত্রে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রোসেল ও বার্তোমেউর মাধ্যমে নেগরেইরার সঙ্গে একটি মৌখিক চুক্তি হয়েছিল। ক্লাবের ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্ত যেন বার্সার পক্ষে থাকে সেটাই ছিল চুক্তির মূল বিষয়। এমনকি খেলাকে প্রভাবিত করাও ছিল উদ্দেশ্য।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রোসেল বার্সার প্রেসিডেন্ট ছিলেন। তার উত্তরসূরি হন বার্তোমেউ, যিনি পদত্যাগ করেন ২০২০ সালে। পরের বছর তার জায়গায় আসেন হোয়ান লাপোর্তা। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকায় তাকেও সাক্ষী হিসেবে ডাকা হতে পারে।

গত মঙ্গলবার তিনি বলেছিলেন, ‘বার্সা কখনও রেফারিদের কেনেনি কিংবা প্রভাবিত করেনি। এরকম উদ্দেশ্য কখনও ছিল না এবং এটা পরিষ্কার।’

আরও পড়ুন: আজ টিভিতে যা দেখবেন

আপাতত তদন্ত করা হচ্ছে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সার কাছ থেকে নেগরেইরার ১৪ লাখ ইউরো নেওয়ার ঘটনায়।

লা লিগা প্রধান হাভিয়ের তেবাস বলেছেন, এই অভিযোগপত্র দায়ের করা হলেও তিন বছরেরও বেশি সময় পার হওয়ার কারণে এখনই স্পেনে কোনও নিষেধাজ্ঞার কবলে পড়ছে না বার্সা। তবে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনও ব্যবস্থা নেওয়ার থাকলে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তিনি।

ঢাকা/এসএম