০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

লাইফ ‘পার্টনার’ হচ্ছেন অপূর্ব-মেহজাবীন!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

ছোট পর্দার দুই পরিচিত মুখ অপূর্ব ও মেহজাবীন। এক সাথে জুটি বেধে কাজ করেছেন অনেক নাটকে। এবার তারা হতে যাচ্ছেন লাইফ ‘পার্টনার’।

তবে বাস্তব জীবনে নয় নতুন নাটকে তারা লাইফ পার্টনার হতে যাচ্ছে। অপূর্ব-মেহজাবীনের এক নতুন ধারার গল্প উঠে আসবে সদ্য নির্মিত ‘পার্টনার’-এর মাধ্যমে। আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি।

এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবং নাটকের প্রায় পুরোটা জুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ। কাজটি প্রসঙ্গে অপূর্বের ভাষ্য এমন, ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।’

পরিচালক জনির বলেন, ‘শত্রু থেকে বন্ধুত্ব হওয়ার গল্প এটি। আমি চেয়েছি নতুন ধারার গল্প বলতে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’ ‘পার্টনার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভি’র পর্দায় এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

লাইফ ‘পার্টনার’ হচ্ছেন অপূর্ব-মেহজাবীন!

আপডেট: ১২:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

ছোট পর্দার দুই পরিচিত মুখ অপূর্ব ও মেহজাবীন। এক সাথে জুটি বেধে কাজ করেছেন অনেক নাটকে। এবার তারা হতে যাচ্ছেন লাইফ ‘পার্টনার’।

তবে বাস্তব জীবনে নয় নতুন নাটকে তারা লাইফ পার্টনার হতে যাচ্ছে। অপূর্ব-মেহজাবীনের এক নতুন ধারার গল্প উঠে আসবে সদ্য নির্মিত ‘পার্টনার’-এর মাধ্যমে। আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি।

এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবং নাটকের প্রায় পুরোটা জুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ। কাজটি প্রসঙ্গে অপূর্বের ভাষ্য এমন, ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।’

পরিচালক জনির বলেন, ‘শত্রু থেকে বন্ধুত্ব হওয়ার গল্প এটি। আমি চেয়েছি নতুন ধারার গল্প বলতে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’ ‘পার্টনার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভি’র পর্দায় এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে।