০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

লিগ কমিটি থেকে পদত্যাগ করেছে সালাম মুর্শেদী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ সালাম মুর্শেদী ছাড়তে পারেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ঘরোয়া ফুটবল অঙ্গনে। অবশেষে আজ তিনি নিজেই সিদ্ধান্তটা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে।

ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে ফুটবলে ততটা সময় দিতে পারছেন না, এ কারণেই তিনি ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান, ‘ফুটবল আমার প্রথম অগ্রাধিকার। কিন্তু বাস্তবতার কারণেই আমি এখন ফুটবলে সময় দিতে পারছি না। এ জন্য আজ আমি সভাপতিকে (কাজী সালাউদ্দিন) জানিয়ে দিয়েছি যে পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই।’

জাতীয় দলের সাবেক ফুটবলারের পাশাপাশি অন্য পরিচয়ও রয়েছে সালাম মুর্শেদীর। তিনি একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক (বিজিএমই) সমিতির সাবেক সভাপতি। এ ছাড়া খুলনা–৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদী।

তবে আসছে দিনগুলোতে তিনি ফুটবলের চেয়ে বেশি সময় দিতে চান রাজনীতিতে। এটাও এই পদ ছাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি, ‘সামনে আমার রাজনৈতিক ব্যস্ততা বাড়বে। পেশাদার লিগ কমিটি চালাতে গেলে অনেক সময় দিতে হয়। এখন সাইফ স্পোর্টিং ক্লাব খেলতে চাচ্ছে না। একটা দল কমে গেল। ম্যাচ ফিক্সিংয়ের অনেক ব্যাপার আছে। এগুলা সামলাতে হলে সময় দিতে হয়। এত সময় এখন আমার হাতে নেই। আমার নির্বাচনী এলাকা হচ্ছে গ্রামে, তাই সেখানে এখন আরও বেশি যেতে হবে। সামনে নির্বাচন। সবকিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

আরো পড়ুন: এশিয়া কাপ টুর্নামেন্টের নাম পরিবর্তন

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

লিগ কমিটি থেকে পদত্যাগ করেছে সালাম মুর্শেদী

আপডেট: ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ সালাম মুর্শেদী ছাড়তে পারেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ঘরোয়া ফুটবল অঙ্গনে। অবশেষে আজ তিনি নিজেই সিদ্ধান্তটা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে।

ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে ফুটবলে ততটা সময় দিতে পারছেন না, এ কারণেই তিনি ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান, ‘ফুটবল আমার প্রথম অগ্রাধিকার। কিন্তু বাস্তবতার কারণেই আমি এখন ফুটবলে সময় দিতে পারছি না। এ জন্য আজ আমি সভাপতিকে (কাজী সালাউদ্দিন) জানিয়ে দিয়েছি যে পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই।’

জাতীয় দলের সাবেক ফুটবলারের পাশাপাশি অন্য পরিচয়ও রয়েছে সালাম মুর্শেদীর। তিনি একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক (বিজিএমই) সমিতির সাবেক সভাপতি। এ ছাড়া খুলনা–৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদী।

তবে আসছে দিনগুলোতে তিনি ফুটবলের চেয়ে বেশি সময় দিতে চান রাজনীতিতে। এটাও এই পদ ছাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি, ‘সামনে আমার রাজনৈতিক ব্যস্ততা বাড়বে। পেশাদার লিগ কমিটি চালাতে গেলে অনেক সময় দিতে হয়। এখন সাইফ স্পোর্টিং ক্লাব খেলতে চাচ্ছে না। একটা দল কমে গেল। ম্যাচ ফিক্সিংয়ের অনেক ব্যাপার আছে। এগুলা সামলাতে হলে সময় দিতে হয়। এত সময় এখন আমার হাতে নেই। আমার নির্বাচনী এলাকা হচ্ছে গ্রামে, তাই সেখানে এখন আরও বেশি যেতে হবে। সামনে নির্বাচন। সবকিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

আরো পড়ুন: এশিয়া কাপ টুর্নামেন্টের নাম পরিবর্তন

ঢাকা/এসএ