০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

লিফট কিনতে প্রতিনিধিদলের তুরস্ক যাওয়া হচ্ছে না

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ৪১৯৪ বার দেখা হয়েছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লিফট কিনতে ছয় সদস্যের প্রতিনিধিদলটির তুরস্ক সফর স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজা খাতুন। এই ভ্রমণের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সারা দেশে সমালোচনা চলছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশক্রমে পাবিপ্রবির ছয় সদস্যের প্রতিনিধিদলের লিফট কিনতে তুরস্ক সফর স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে শুক্রবার সকালে প্রতিনিধিদলটির লিফট কিনতে তুরস্কে ভ্রমণে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লিফট কিনতে বিদেশ যাওয়ার বিষয়টি দুঃখজনক। বর্তমান যুগে লিফট কিনতে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। উন্নত মানের লিফট যারা সরবরাহ করে তাদের প্রতিনিধি দেশেই রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশে অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, উপাচার্য বলেছেন এই টাকা বিশ্ববিদ্যালয় বা সরকারের না। তাহলে কি এই টাকা আকাশ থেকে পড়েছে। অঞ্জন চৌধুরী লিফট কিনতে বিদেশ যাওয়াকে আনন্দভ্রমণ উল্লেখ করে বলেন, এই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা উচিত।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

পাবিপ্রবির একাডেমিক-আবাসিক হলসহ পাঁচটি নির্মীয়মাণ ভবনের জন্য ২৫টি লিফট কিনতে ৭ জুন তুরস্ক সফরে যাওয়ার কথা ছিল ছয় সদস্যের প্রতিনিধিদলের। তাঁদের ফেরার কথা ছিল ১৪ জুন।

সফরের প্রতিনিধিদলের দলনেতা পাবিপ্রবির উপ-উপাচার্য এস এম মোস্তফা কামাল খান, উপদলনেতা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কে এম সালাহ উদ্দিন ও সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জি এম আজিজুর রহমান। সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ, উপপ্রকৌশলী মো. রিপন আলী ও জহির মোহা. জিয়াউল আবেদীন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

লিফট কিনতে প্রতিনিধিদলের তুরস্ক যাওয়া হচ্ছে না

আপডেট: ১১:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লিফট কিনতে ছয় সদস্যের প্রতিনিধিদলটির তুরস্ক সফর স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজা খাতুন। এই ভ্রমণের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সারা দেশে সমালোচনা চলছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশক্রমে পাবিপ্রবির ছয় সদস্যের প্রতিনিধিদলের লিফট কিনতে তুরস্ক সফর স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে শুক্রবার সকালে প্রতিনিধিদলটির লিফট কিনতে তুরস্কে ভ্রমণে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লিফট কিনতে বিদেশ যাওয়ার বিষয়টি দুঃখজনক। বর্তমান যুগে লিফট কিনতে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। উন্নত মানের লিফট যারা সরবরাহ করে তাদের প্রতিনিধি দেশেই রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশে অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, উপাচার্য বলেছেন এই টাকা বিশ্ববিদ্যালয় বা সরকারের না। তাহলে কি এই টাকা আকাশ থেকে পড়েছে। অঞ্জন চৌধুরী লিফট কিনতে বিদেশ যাওয়াকে আনন্দভ্রমণ উল্লেখ করে বলেন, এই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা উচিত।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

পাবিপ্রবির একাডেমিক-আবাসিক হলসহ পাঁচটি নির্মীয়মাণ ভবনের জন্য ২৫টি লিফট কিনতে ৭ জুন তুরস্ক সফরে যাওয়ার কথা ছিল ছয় সদস্যের প্রতিনিধিদলের। তাঁদের ফেরার কথা ছিল ১৪ জুন।

সফরের প্রতিনিধিদলের দলনেতা পাবিপ্রবির উপ-উপাচার্য এস এম মোস্তফা কামাল খান, উপদলনেতা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কে এম সালাহ উদ্দিন ও সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জি এম আজিজুর রহমান। সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ, উপপ্রকৌশলী মো. রিপন আলী ও জহির মোহা. জিয়াউল আবেদীন।

ঢাকা/এসএ