লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

- আপডেট: ০৪:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জানুয়ারি) মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, মঙ্গলবার ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২৩ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকম লিমিটেডের ১৬ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে ইনডেক্স এগ্রো
আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ড্রাগোন সফট্যায়র অ্যান্ড স্পিনিং লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি।
ঢাকা/এসএইচ