০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

লেবুর খোসায় তরমুজের জেলি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / ১০৭২৬ বার দেখা হয়েছে

অর্থকথা ডেস্ক: এখন তরমুজের ভরপুর সময়। রসালো মিষ্টি স্বাদের এই ফলটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এ ফলের প্রায় ৯৫ শতাংশ পানিই। তাই শিশু এবং যারা অতিরিক্ত রোদে থাকেন তাদের জন্য তরমুজ খুবই উপযুক্ত ফল। তবে অনেক সময় তরমুজের বীচির কারণে অনেকেই খেতে চান না। আর তাছাড়া আমরা সাধারণত তরমুজের শুধু জুস বা আইসক্রিম খেয়ে থাকি। তরমুজের অন্য কোনো আইটেম খেতে চাইলে এক্ষেত্রে তরমুজের ঠান্ডা জেলি হতে পারে আপনার সহজ সমাধান। আসুন দেখে নেই তরমুজের জেলি তৈরিতে কি কি লাগছে।

উপকরণ:

তরমুজের রস ২ কাপ

চিনি স্বাদমতো

চায়না গ্রাস ৫ গ্রাম

লেবু ৪ টি (লেবুর আঁশ এবং রস ফেলে শুধু খোসা)

কালো তিল, হালকা বেজে নেওয়া।

প্রণালি:

চায়না গ্রাস ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। চুলায় হাড়ি বসিয়ে তরমুজের রস দিয়ে দিন। বুদবুদ উঠতে শুরু করলে পানিসহ চায়না গ্রাস দিয়ে দিন। চায়না গ্রাস না গলা পর্যন্ত নাড়তে থাকুন। এবার চিনি দিয়ে নেড়ে নিন। ৫ মিনিট জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন।

এবার লেবু মাঝামাঝি কেটে আঁশ এবং রস ফেলে দিন। এবার সাবধানে লেবুর খোসায় তৈরি করা তরমুজের রসটুকু ঢালুন। ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমিয়ে নিন। জেলি জমে গেলে ধারালো ছুড়ি দিয়ে কেটে নিন। পছন্দমতো কাটা হলে কালো তিল ছড়িয়ে দিতে পারেন।

ব্যস তৈরি হয়ে গেল তরমুজের জেলি। এটা আপনি চাইলে আপনার সোনামণির স্কুলের টিফিন বক্সে দিতে পারেন।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

লেবুর খোসায় তরমুজের জেলি

আপডেট: ০৪:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

অর্থকথা ডেস্ক: এখন তরমুজের ভরপুর সময়। রসালো মিষ্টি স্বাদের এই ফলটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এ ফলের প্রায় ৯৫ শতাংশ পানিই। তাই শিশু এবং যারা অতিরিক্ত রোদে থাকেন তাদের জন্য তরমুজ খুবই উপযুক্ত ফল। তবে অনেক সময় তরমুজের বীচির কারণে অনেকেই খেতে চান না। আর তাছাড়া আমরা সাধারণত তরমুজের শুধু জুস বা আইসক্রিম খেয়ে থাকি। তরমুজের অন্য কোনো আইটেম খেতে চাইলে এক্ষেত্রে তরমুজের ঠান্ডা জেলি হতে পারে আপনার সহজ সমাধান। আসুন দেখে নেই তরমুজের জেলি তৈরিতে কি কি লাগছে।

উপকরণ:

তরমুজের রস ২ কাপ

চিনি স্বাদমতো

চায়না গ্রাস ৫ গ্রাম

লেবু ৪ টি (লেবুর আঁশ এবং রস ফেলে শুধু খোসা)

কালো তিল, হালকা বেজে নেওয়া।

প্রণালি:

চায়না গ্রাস ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। চুলায় হাড়ি বসিয়ে তরমুজের রস দিয়ে দিন। বুদবুদ উঠতে শুরু করলে পানিসহ চায়না গ্রাস দিয়ে দিন। চায়না গ্রাস না গলা পর্যন্ত নাড়তে থাকুন। এবার চিনি দিয়ে নেড়ে নিন। ৫ মিনিট জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন।

এবার লেবু মাঝামাঝি কেটে আঁশ এবং রস ফেলে দিন। এবার সাবধানে লেবুর খোসায় তৈরি করা তরমুজের রসটুকু ঢালুন। ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমিয়ে নিন। জেলি জমে গেলে ধারালো ছুড়ি দিয়ে কেটে নিন। পছন্দমতো কাটা হলে কালো তিল ছড়িয়ে দিতে পারেন।

ব্যস তৈরি হয়ে গেল তরমুজের জেলি। এটা আপনি চাইলে আপনার সোনামণির স্কুলের টিফিন বক্সে দিতে পারেন।