০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৬১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের নতুন বিচারপতিরা হলেন-বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে সুপ্রিম কোর্টে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী।

শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক মো. আব্দুন নুর দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতির নির্দেশক্রমে বিচারপতিদের আপিল বিভাগে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন:`বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আপত্তি নেই’

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন। এতে জানানো হয়, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রসঙ্গত, নতুন তিন বিচারপতি নিয়োগের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৯ জন বিচারপতি রয়েছেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

আপডেট: ০৬:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের নতুন বিচারপতিরা হলেন-বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে সুপ্রিম কোর্টে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী।

শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক মো. আব্দুন নুর দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতির নির্দেশক্রমে বিচারপতিদের আপিল বিভাগে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন:`বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আপত্তি নেই’

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন। এতে জানানো হয়, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রসঙ্গত, নতুন তিন বিচারপতি নিয়োগের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৯ জন বিচারপতি রয়েছেন।

ঢাকা/টিএ