শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড অনুমোদন

- আপডেট: ০৪:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১০৫৩৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে সেবা ও আবাসনখাতে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণের সম্মতি ক্রমে কোম্পানিটির ঘোষিত ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন। এর পুরোটাই স্টক ডিভিডেন্ড।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কোম্পানির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন, ২০২৩ইং অর্থবছরের আর্থিক বিবরণী, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন, ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, পরিচালক নির্বাচন এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
আরও পড়ুন: শমরিতা হাসপাতালের বার্ষিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের নিকট প্রেরণ ও ওয়েবসাইটে প্রকাশ
কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।
ঢাকা/টিএ