০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শিগগিরই বাংলাদেশ-নেপাল অগ্রাধিকার বাণিজ্যচুক্তি: নেপালি রাষ্ট্রদূত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১০৩২৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্রুতই অগ্রাধিকার বাণিজ্যচুক্তি (Preferential Trade Agreement) হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (৩ আগস্ট) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। “বাংলাদেশ-নেপাল বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক” শীর্ষক এই সেমিনারে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনৈতিক ব্যক্তিরা।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে নেপালে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রাণ, আকিজ ও কয়েকটি ওষুধ কোম্পানি কাজ করছে। বিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা চলছে। প্রাথমিকভাবে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে, যা ভবিষ্যতে ৯ হাজার মেগাওয়াট পর্যন্ত উন্নীত হতে পারে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ ও নেপাল—দুই দেশই স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণ করবে। এতে কোটামুক্ত সুবিধা কমে যাবে। তাই আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নেপাল থেকে বিদ্যুৎ আনতে ভারতীয় গ্রিড ব্যবহার প্রয়োজন হবে। এজন্য ভারতকে মধ্যস্থ হিসেবে রাখতে হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোরদার করে বৈচিত্র্যময় রপ্তানি কাঠামো গড়ে তুলতে হবে, কারণ বৈশ্বিকভাবে শুল্কবৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শিগগিরই বাংলাদেশ-নেপাল অগ্রাধিকার বাণিজ্যচুক্তি: নেপালি রাষ্ট্রদূত

আপডেট: ০৪:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্রুতই অগ্রাধিকার বাণিজ্যচুক্তি (Preferential Trade Agreement) হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (৩ আগস্ট) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। “বাংলাদেশ-নেপাল বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক” শীর্ষক এই সেমিনারে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনৈতিক ব্যক্তিরা।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে নেপালে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রাণ, আকিজ ও কয়েকটি ওষুধ কোম্পানি কাজ করছে। বিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা চলছে। প্রাথমিকভাবে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে, যা ভবিষ্যতে ৯ হাজার মেগাওয়াট পর্যন্ত উন্নীত হতে পারে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ ও নেপাল—দুই দেশই স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণ করবে। এতে কোটামুক্ত সুবিধা কমে যাবে। তাই আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নেপাল থেকে বিদ্যুৎ আনতে ভারতীয় গ্রিড ব্যবহার প্রয়োজন হবে। এজন্য ভারতকে মধ্যস্থ হিসেবে রাখতে হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোরদার করে বৈচিত্র্যময় রপ্তানি কাঠামো গড়ে তুলতে হবে, কারণ বৈশ্বিকভাবে শুল্কবৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা/এসএইচ