০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

শুক্রবারও চালবে মেট্রোরেল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩৭৩ বার দেখা হয়েছে

শুক্রবারও চালু হচ্ছে মেট্রোরেল সেবা। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে বলে জানিয়েছেন  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিসিএল’র একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তারা বলেছেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

আরও পড়ুন: পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে সহযোগিতার করবে সুইজারল্যান্ড

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে।

তিনি আরও বলেন, শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

শুক্রবারও চালবে মেট্রোরেল

আপডেট: ০১:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

শুক্রবারও চালু হচ্ছে মেট্রোরেল সেবা। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে বলে জানিয়েছেন  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিসিএল’র একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তারা বলেছেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

আরও পড়ুন: পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে সহযোগিতার করবে সুইজারল্যান্ড

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে।

তিনি আরও বলেন, শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।

ঢাকা/এসএইচ