০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ১০৪৩৩ বার দেখা হয়েছে

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল আগামী ১২ নভেম্বর ঢাকা সফরে আসছে। ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশে আসছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইইউর প্রতিনিধিদলটি গত জুন-জুলাইয়ের দিকে বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু নানা কারণে সেটি হয়নি। সম্প্রতি ওই সফরটি করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। ঢাকার দিক থেকেও না করা হয়নি। ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি ১২ নভেম্বর ঢাকার আসার কথা রয়েছে। সব মিলিয়ে তারা বাংলাদেশে পাঁচ দিন অবস্থান করবে।

প্রতিনিধিদলের সফরে কোনো বিষয়গুলো আলোচনা হবে? জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, শ্রম সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তারা শ্রম খাতের উন্নয়নে এনআইপি বাস্তবায়নের অগ্রগতি দেখবেন এবং এ বিষয়ে আলোচনা করবেন। প্রতিনিধিদলটি তিনজন সচিবের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে শ্রমসচিব, পররাষ্ট্রসচিব ও বাণিজ্যসচিব। আগামী ১৫ নভেম্বর তিন সচিবের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সফরে তিন সচিব ছাড়াও ইইউর প্রতিনিধিদল আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের নতুন মজুরির ঘোষণা হতে পারে আজ

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় ন্যূনতম মজুরির দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা আন্দোলন করছেন। ঠিক ওই মুহূর্তে ইইউর প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। প্রতিনিধিদলের সফরে সংশ্লিষ্ট বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি অবধারিতভাবে আলোচনায় থাকবে। এর বাহিরে শ্রম আইন পরিস্থিতি, ইপিজেডে শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশুশ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সহিংসতা, নিপীড়ন, শ্রম ইউনিয়নবিরোধী তৎপরতা রোধ, ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতাসহ আইএলও’র মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হতে পারে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

আপডেট: ১১:১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল আগামী ১২ নভেম্বর ঢাকা সফরে আসছে। ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশে আসছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইইউর প্রতিনিধিদলটি গত জুন-জুলাইয়ের দিকে বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু নানা কারণে সেটি হয়নি। সম্প্রতি ওই সফরটি করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। ঢাকার দিক থেকেও না করা হয়নি। ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি ১২ নভেম্বর ঢাকার আসার কথা রয়েছে। সব মিলিয়ে তারা বাংলাদেশে পাঁচ দিন অবস্থান করবে।

প্রতিনিধিদলের সফরে কোনো বিষয়গুলো আলোচনা হবে? জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, শ্রম সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তারা শ্রম খাতের উন্নয়নে এনআইপি বাস্তবায়নের অগ্রগতি দেখবেন এবং এ বিষয়ে আলোচনা করবেন। প্রতিনিধিদলটি তিনজন সচিবের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে শ্রমসচিব, পররাষ্ট্রসচিব ও বাণিজ্যসচিব। আগামী ১৫ নভেম্বর তিন সচিবের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সফরে তিন সচিব ছাড়াও ইইউর প্রতিনিধিদল আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের নতুন মজুরির ঘোষণা হতে পারে আজ

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় ন্যূনতম মজুরির দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা আন্দোলন করছেন। ঠিক ওই মুহূর্তে ইইউর প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। প্রতিনিধিদলের সফরে সংশ্লিষ্ট বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি অবধারিতভাবে আলোচনায় থাকবে। এর বাহিরে শ্রম আইন পরিস্থিতি, ইপিজেডে শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশুশ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সহিংসতা, নিপীড়ন, শ্রম ইউনিয়নবিরোধী তৎপরতা রোধ, ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতাসহ আইএলও’র মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হতে পারে।

ঢাকা/এসএম