১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

সংকট কাটাতে সংবিধান সংশোধন করছে শ্রীলঙ্কা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / ১০২৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য কিছু প্রস্তাব রেখেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তাঁর প্রস্তাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংসদের কাছে প্রেসিডেন্টের জবাবদিহি এবং সংসদীয় কমিটিতে তরুণদের অংশগ্রহণ। 

প্রচণ্ড বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রনিল বিক্রমাসিংহে। খবর রয়টার্সের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দায়িত্ব নেওয়ার পর থেকেই বিক্রমাসিংহের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা প্রশমিত করে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আবার সচল করা। গত রোববার এ দুটি লক্ষ্যকে সামনে রেখে কিছু প্রস্তাব রেখেছেন তিনি।

শ্রীলঙ্কার ডেইলি মিররকে বিক্রমাসিংহে বলেন, বর্তমানে যে ব্যবস্থা চলছে তরুণরা তার পরিবর্তন চায়। তাই তরুণদের সার্বিক সমস্যা সম্পর্কে জানা দরকার এবং নিজেরা যাতে নিজেদের সমস্যা সমাধান করতে পারে সে সুযোগ তাঁদের দেওয়া দরকার। 

এই লক্ষ্য পূরণের জন্য সবার আগে রাজনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আইনপ্রণেতাদের ক্ষমতা বাড়াতে হবে এবং সরকারের প্রভাব কমাতে হবে। আমাদের প্রস্তাব করা নতুন ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদের কাছে দায়বদ্ধ হবেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

সংকট কাটাতে সংবিধান সংশোধন করছে শ্রীলঙ্কা

আপডেট: ০২:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য কিছু প্রস্তাব রেখেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তাঁর প্রস্তাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংসদের কাছে প্রেসিডেন্টের জবাবদিহি এবং সংসদীয় কমিটিতে তরুণদের অংশগ্রহণ। 

প্রচণ্ড বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান রনিল বিক্রমাসিংহে। খবর রয়টার্সের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দায়িত্ব নেওয়ার পর থেকেই বিক্রমাসিংহের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা প্রশমিত করে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আবার সচল করা। গত রোববার এ দুটি লক্ষ্যকে সামনে রেখে কিছু প্রস্তাব রেখেছেন তিনি।

শ্রীলঙ্কার ডেইলি মিররকে বিক্রমাসিংহে বলেন, বর্তমানে যে ব্যবস্থা চলছে তরুণরা তার পরিবর্তন চায়। তাই তরুণদের সার্বিক সমস্যা সম্পর্কে জানা দরকার এবং নিজেরা যাতে নিজেদের সমস্যা সমাধান করতে পারে সে সুযোগ তাঁদের দেওয়া দরকার। 

এই লক্ষ্য পূরণের জন্য সবার আগে রাজনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আইনপ্রণেতাদের ক্ষমতা বাড়াতে হবে এবং সরকারের প্রভাব কমাতে হবে। আমাদের প্রস্তাব করা নতুন ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদের কাছে দায়বদ্ধ হবেন।

ঢাকা/এসএ