সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

- আপডেট: ১১:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১০৩০৯ বার দেখা হয়েছে
সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২৭ মে) সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয়ের সামনে সোয়াট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি মিলছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার সচিবালয়ের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
তবে নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। গেটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করবেন কি না দুপুর ১২টার পর সেই সিদ্ধান্ত জানা যাবে।
আরও পড়ুন: ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে গত তিন দিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মচারীরা। বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ মিছিলে প্রতিদিনই উত্তাল থাকছে সচিবালয়।
চতুর্থ দিনের মতো মঙ্গলবারও সকাল ১১টা থেকে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করবে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা। বেলা সাড়ে ১১টায় তাদের গণসমাবেশ হওয়ার কথা। এরইমধ্যে গণসমাবেশস্থলে আসতে শুরু করেছেন তারা।
ঢাকা/এসএইচ