০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১০২৪৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনার মতিঝিল থানায় মামলা হয়েছে। একইসঙ্গে চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরানো হয়েছে সঞ্চয়পত্র বিভাগের তিন কর্মকর্তাকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত ২৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এক গ্রাহক ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন। ওই গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। তবে চারদিন পরই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে।

বাংলাদেশ ব্যাংক সবচেয়ে নিরাপদ জায়গা থেকেই সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের উপশাখায় টাকা স্থানান্তর করা হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তুলে নেয় চক্রটি।

একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে ৩০ লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা

আপডেট: ০১:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনার মতিঝিল থানায় মামলা হয়েছে। একইসঙ্গে চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরানো হয়েছে সঞ্চয়পত্র বিভাগের তিন কর্মকর্তাকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত ২৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এক গ্রাহক ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন। ওই গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। তবে চারদিন পরই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে।

বাংলাদেশ ব্যাংক সবচেয়ে নিরাপদ জায়গা থেকেই সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের উপশাখায় টাকা স্থানান্তর করা হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তুলে নেয় চক্রটি।

একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে ৩০ লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এসএইচ