০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

সদ্যোজাত শিশুর লিউকেমিয়ার লক্ষণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: লিউকেমিয়ায় অনেক শিশু জন্মগতভাবে আক্রান্ত হয়। লিউকেমিয়া এক ধরনের  ক্যানসার যা শিশু জন্মানোর আগেই তার শরীরে বাসা বাঁধতে পারে। জানেন কী? জন্মের মাত্র একমাসের মধ্যেই তার শরীরে এই রোগের সমস্ত লক্ষণ দেখা দেয়। এই ধরনের লিউকেমিয়া কেমোথেরাপির মাধ্যমে সারানো সম্ভব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সদ্য জন্ম নেওয়া শিশুর তার কিছু লক্ষণ থাকে। যেমন ফ্যাকাসে চামড়া, জ্বর, নাক থেকে রক্ত পড়া, রক্তাল্পতা, ইত্যাদি। রোগটি কেন হয় সেটা এখনো জানা যায়নি। মনে করা হয় গর্ভাবস্থায় তামাক সেবন বা ড্রাগ নেওয়া বা অতিরিক্ত রেডিয়েশন ইত্যাদি কারণে হতে পারে। কিন্তু সঠিক কারণ এখনো জানা যায়নি। কেএমটি এ২এ জিন মিউটেশন বা পরিবর্তনের কারণেও এই ধরনের রোগ হতে পারে।

 লক্ষণ 

** শিশুর ত্বক হলদেটে হয়ে যাওয়া

** সাথে জ্বর

** কিডনি, লিভার, ইত্যাদি বড় হয়ে যাওয়া

** মাথায় রক্তক্ষরণ হওয়া এবং রক্তাল্পতা 

 শিশুর জন্মগত লিউকেমিয়া আছে কিনা কীভাবে বুঝবেন

**বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা

** ব্লাড টেস্ট, সিটি স্ক্যান

** এমআরআই

**বায়োপসি

** বোন ম্যারো পরীক্ষার মাধ্যমে এই রোগ ধরা পড়ে।

 চিকিৎসা

এই রোগের মূল চিকিৎসা কেমোথেরাপি। মূলত যাদের কেএমটিএ২এ জিন মিউটেশনের কারণে এই রোগ হয়ে থাকে তাদের জন্য এই কেমোথেরাপি ভীষণই উপকারি। কেমো দেওয়ার সাথে সাথে আরো কিছু বিষয় খেয়াল রাখা হয়। যেমন 

**শিশুকে হাইড্রেটেড রাখা

**শরীরে ফ্লুইডের মাত্রা ঠিক রাখা

** লিভারের কার্যকারিতা পর্যবেক্ষণ করা  

** রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বারবার পরীক্ষা করে দেখা। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন: নারীদেহে পুরুষ হরমোন বেশি হলে যেসব সমস্যা

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

সদ্যোজাত শিশুর লিউকেমিয়ার লক্ষণ

আপডেট: ০২:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: লিউকেমিয়ায় অনেক শিশু জন্মগতভাবে আক্রান্ত হয়। লিউকেমিয়া এক ধরনের  ক্যানসার যা শিশু জন্মানোর আগেই তার শরীরে বাসা বাঁধতে পারে। জানেন কী? জন্মের মাত্র একমাসের মধ্যেই তার শরীরে এই রোগের সমস্ত লক্ষণ দেখা দেয়। এই ধরনের লিউকেমিয়া কেমোথেরাপির মাধ্যমে সারানো সম্ভব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সদ্য জন্ম নেওয়া শিশুর তার কিছু লক্ষণ থাকে। যেমন ফ্যাকাসে চামড়া, জ্বর, নাক থেকে রক্ত পড়া, রক্তাল্পতা, ইত্যাদি। রোগটি কেন হয় সেটা এখনো জানা যায়নি। মনে করা হয় গর্ভাবস্থায় তামাক সেবন বা ড্রাগ নেওয়া বা অতিরিক্ত রেডিয়েশন ইত্যাদি কারণে হতে পারে। কিন্তু সঠিক কারণ এখনো জানা যায়নি। কেএমটি এ২এ জিন মিউটেশন বা পরিবর্তনের কারণেও এই ধরনের রোগ হতে পারে।

 লক্ষণ 

** শিশুর ত্বক হলদেটে হয়ে যাওয়া

** সাথে জ্বর

** কিডনি, লিভার, ইত্যাদি বড় হয়ে যাওয়া

** মাথায় রক্তক্ষরণ হওয়া এবং রক্তাল্পতা 

 শিশুর জন্মগত লিউকেমিয়া আছে কিনা কীভাবে বুঝবেন

**বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা

** ব্লাড টেস্ট, সিটি স্ক্যান

** এমআরআই

**বায়োপসি

** বোন ম্যারো পরীক্ষার মাধ্যমে এই রোগ ধরা পড়ে।

 চিকিৎসা

এই রোগের মূল চিকিৎসা কেমোথেরাপি। মূলত যাদের কেএমটিএ২এ জিন মিউটেশনের কারণে এই রোগ হয়ে থাকে তাদের জন্য এই কেমোথেরাপি ভীষণই উপকারি। কেমো দেওয়ার সাথে সাথে আরো কিছু বিষয় খেয়াল রাখা হয়। যেমন 

**শিশুকে হাইড্রেটেড রাখা

**শরীরে ফ্লুইডের মাত্রা ঠিক রাখা

** লিভারের কার্যকারিতা পর্যবেক্ষণ করা  

** রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বারবার পরীক্ষা করে দেখা। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন: নারীদেহে পুরুষ হরমোন বেশি হলে যেসব সমস্যা

ঢাকা/এসএ