সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে খান ব্রাদার্স

- আপডেট: ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১০৪৬০ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০২-০৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দর বেড়েছে, ২৩টির দর কমেছে, ১৮৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১২টির লেনদেন হয়নি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহের শুরুতে খান ব্রাদার্সের উদ্বোধনী দর ছিল ২৩ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৭ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৩৮.৯৭ শতাংশ। এর মাধ্যমে খান ব্রাদার্স সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যালিম্পিক অ্যাক্সেসরিজের দর বেড়েছে ৩৬.৩৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩৬.১৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ২১.৮০ শতাংশ, জেনারেশন নেক্সটের ২১.৬৭ শতাংশ, রূপালী ব্যাংকের ১৬.৬৭ শতাংশ, রূপালী লাইফের ১৬.১৯ শতাংশ, সিমটেক্সের ১৩.৮২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.৭৮ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ১১.২৬ শতাংশ।
ঢাকা/টিএ