সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

- আপডেট: ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১০৪৪১ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (২৬ ফেব্রুয়ারী-২ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে ছিল এডিএন টেলিকমের শেয়ার। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত সপ্তাহের শুরুতে এডিএন টেলিকমের উদ্বোধনী দর ছিল ১১৬ টাকা ৪০ পয়সা। আর সপ্তাহের শেষে কোম্পানিটির ক্লোজিং দর হয়েছে ১৪১ টাকা। আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা বা ১৮.৫৯ শতাংশ।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহজুড়ে ডিএসইতে গেইনারের তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৭.৪৬ শতাংশ, আলহ্বাজ টেক্সটাইলের ১০.৪৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, আমরা টেকনোলজির ৯.০৬ শতাংশ, জেমিনী সী ফুডের ৮.১০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭.৪৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯৬ শতাংশ, বেঙ্গল উইনসোরের ৬.০১ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/এসএ