সপ্তাহজুড়ে টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি

- আপডেট: ০১:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (৯-১৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কস। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৪৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৯১ লাখ ১ হাজার ১৫৫টি শেয়ার হাতবদল করেছে। কোম্পানিটির ১৪৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৬ কোটি ২৯ লাখ টাকা।
জেমিনি সী ফুড লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৭ লাখ ৮৮ হাজার ৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৮৫ হাজার টাকা।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে লুজারের শীর্ষে যেসব কোম্পানি
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, সী পার্ল বীচ, রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন ও অলিম্পক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা/এসএ