সপ্তাহজুড়ে লুজারের শীর্ষে লিগ্যাছি ফুটওয়্যার

- আপডেট: ১১:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১০৩২০ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (১৫ থেকে ১৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে উঠে এসেছে লিগ্যাছি ফুটওয়্যার। সপ্তাহজুড়ে ডিএসইতে ৪০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৯৭টির দর বেড়েছে, ৫৪টির দর কমেছে, ২২৮টির দর অপরিবর্তিত ছিল এবং ২৫টির লেনদেন হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে লিগ্যাছি ফুটওয়্যারের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬.৭৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে লিবরা ইনফিউশন
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেক অনলাইনের ৬.১৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬.১২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.৮১ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৫.৭২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৯২ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যারের ৪.৯০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৪.৭৬ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৪.০৭ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ৪.০৪ শতাংশ শেয়ারদর কমেছে।
ঢাকা/এসএ