সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

- আপডেট: ০১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১০৩৯৮ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০৭ মে থেকে ১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসছে বাংলাদেশ শিপিং করেপারেশন লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১৫৭ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৪৮টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ১২ লাখ ২৭ হাজার ২৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ২৯ লাখ টাকা।
আরও পড়ুন: ডিএসই’র বাজার মূলধন কমেছে ২১০ কোটি টাকা
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৩৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৩ কোটি ৩৯ লাখ ৯১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, অগ্নি সিস্টেমস, ইউনিক হোটেল, জেমিনি সী ফুড,আমরা নেটওয়ার্কস ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ঢাকা/টিএ