সপ্তাহজুড়ে সাত কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

- আপডেট: ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি বিদায়ী সপ্তাহে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানিগুলো হলো: সোনালী আঁশ লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড, কাট্টালি টেক্সটাইল, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং মাইডাস ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোনালী আঁশ: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী আঁশের ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৯ পয়সা।
কোম্পানিটির ৯ মাসে (জুলাই-২১-মার্চ’২২) সমাপ্ত তিন প্রান্তিক শেষে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৫ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২৮ টাকা ৭১ পয়সা।
মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অনুমোদন পাওয়া মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত (জুলাই-সেপ্টেম্বর’২১) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৬ টাকা ৬৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ০৬ পয়সা।
এদিকে, প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি- সেপ্টেম্বর’২১) তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছির ৭ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২৬ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভিদাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা।
কাট্টালি টেক্সটাইল: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইলের ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৯ পয়সা।
কোম্পানিটির ৯ মাসে (জুলাই-২১-মার্চ’২২) সমাপ্ত তিন প্রান্তিক শেষে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯০ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৭ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা।
জনতা ইন্সুরেন্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৭৮ পয়সা।
ইউনিয়ন ইন্সুরেন্স:প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৯৮ পয়সা।
মাইডাস ফাইন্যান্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৬৯ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৫৪ পয়সা।
ঢাকা/টিএ