সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১০ টাকা

- আপডেট: ০১:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১০৪৩১ বার দেখা হয়েছে
প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।
রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেলের দাম কমে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল কমে ১৬৭ টাকা, পামঅয়েল ১৩৩ টাকা এবং পামঅয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।
এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।
আরও পড়ুন: ‘শুধু বিদেশি গ্রাহক নয়, দেশি গ্রাহকদের জন্যও কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি’
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।
ঢাকা/এসএ