সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার তালিকায় নয়নতারা,সামান্থা

- আপডেট: ০১:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণী অভিনেত্রীদের ভিতরে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার তালিকায় নয়নতারা,সামান্থা। । নয়নতারা প্রতিটি ছবির জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন। সেখানে সামান্হা নেন ৫ কোটি টাকা। আশ্চর্যের বিষয় হলো ‘পুষ্পা..’ ছবিতে একটি তিন মিনিটের নাচের জন্যই তিনি পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি টাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী নয়নতারা। দ্বিতীয় অবস্থানে রয়েছে সামান্হা।
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য সঙ্গে বিবাহ বিচ্ছেদ যেমন তাঁকে সংবাদের শিরোনামে নিয়ে এসেছিল এ কথা সত্যি। সেই সঙ্গে এটাও সত্যি যে ‘ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজ তাঁকে শুধু সর্বভারতীয় পরিচিতি দেয়নি, তাঁর জনপ্রিয়তাও দ্বিগুণ করে দিয়েছে। সেই জনপ্রিয়তা স্রোতে নতুন করে জোয়ার এনেছে আল্লু অর্জুন অভিনীত সুপারহিট ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে তাঁর আইটেম গানের নাচ। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় সামান্থা-রুথ-প্রভু এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
‘ও আন্তাভা ও ও আন্তাভা’ গানের সঙ্গে তাঁর নাচ আল্লু অভিনীত সুপারহিট এই ছবি ‘পুষ্পা..’র অন্য মাত্রা এনে দিয়েছে। তাঁর চলচ্চিত্র কেরিয়ারের বয়েস ১২ বছর। ইতিমধ্যেই তিনি নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে শুধু প্রতিষ্ঠা করেন নি উত্তরোত্তর তার জনপ্রিয়তা যেভাবে বেড়ে চলেছে এবং বলিউডেও যেভাবে তিনি প্রতিস্ঠিত হতে চলেছেন তা অন্যান্য নায়িকাদের কাছে যথেষ্ট ঈর্ষার কারণ। ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ তাঁকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা এই ওয়েব সিরিজ সামান্হাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। শুধু চলচ্চিত্রের পর্দায় নয় বিজ্ঞাপনের কাজেও পেনি সমান গতিতে এগিয়ে চলেছেন। সেখানেও তার চাহিদা প্রায় আকাশচুম্বী। অতি সম্প্রতি বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করে নজর কেড়েছে সামান্থা।
ঢাকা/টিএ