০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

সাজেকে আটকা ৪ শতাধিক পর্যটক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / ১০৩৭২ বার দেখা হয়েছে

টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে যাওয়ায় রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেকে আটকা পড়েছেন প্রায় চার শতাধিক পর্যটক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ৩৪ জন পর্যটক সাজেকে ঘুরতে গেছেন। আগে থেকেই সেখানে আরও সাড়ে তিনশ পর্যটক ছিলেন। সব মিলে চার শতাধিক পর্যটক সেখানে আছেন। খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে আছে। সড়ক ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন। যারা আছেন তারা যাতে ভালো থাকেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে পানি কমে না এলে বিকালের অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কেউ যাতে সাজেক ভ্রমণে না আসেন, তাদের সে পরামর্শ দিচ্ছি আমরা।

আরও পড়ুন: আজ সারাদেশে বিক্ষোভ করবে আন্দোলনকারীরা

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি জয় ত্রিপুরা বলেন, শুক্রবার রাতে প্রায় ৪০০ পর্যটক সাজেকে অবস্থান করছেন। বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় এসব পর্যটক আটকা পড়েছেন। আশা করছি, শনিবার দুপুরের মধ্যে পানি সরে যাবে। তখন তারা ফিরতে পারবেন। যদি পানি সরে না যায়, তাহলে পর্যটকরা রুম সার্ভিস বাবদ এক হাজার ৫০০ টাকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে পারবেন।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাজেকে আটকা ৪ শতাধিক পর্যটক

আপডেট: ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে যাওয়ায় রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেকে আটকা পড়েছেন প্রায় চার শতাধিক পর্যটক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ৩৪ জন পর্যটক সাজেকে ঘুরতে গেছেন। আগে থেকেই সেখানে আরও সাড়ে তিনশ পর্যটক ছিলেন। সব মিলে চার শতাধিক পর্যটক সেখানে আছেন। খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে আছে। সড়ক ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন। যারা আছেন তারা যাতে ভালো থাকেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে পানি কমে না এলে বিকালের অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কেউ যাতে সাজেক ভ্রমণে না আসেন, তাদের সে পরামর্শ দিচ্ছি আমরা।

আরও পড়ুন: আজ সারাদেশে বিক্ষোভ করবে আন্দোলনকারীরা

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি জয় ত্রিপুরা বলেন, শুক্রবার রাতে প্রায় ৪০০ পর্যটক সাজেকে অবস্থান করছেন। বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় এসব পর্যটক আটকা পড়েছেন। আশা করছি, শনিবার দুপুরের মধ্যে পানি সরে যাবে। তখন তারা ফিরতে পারবেন। যদি পানি সরে না যায়, তাহলে পর্যটকরা রুম সার্ভিস বাবদ এক হাজার ৫০০ টাকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে পারবেন।

ঢাকা/এসএইচ