সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

- আপডেট: ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৬.২৩ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮৯ কোটি ৭৩ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৪৩ লাখ ২৫ হাজার টাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।
বেক্সিমকো লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স,এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা/এমটি