সাপ্তাহিক লুজারের শীর্ষে এমারেল্ড অয়েল

- আপডেট: ১২:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৬৬টির দর বেড়েছে, ১৭৮টির দর কমেছে, ৪০টির দর অপরিবর্তিত ছিল এবং ২৯টির লেনদেন হয়নি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৭.৮৩ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নিউলাইন ক্লোথিংসের ১৫.৪৬ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ১১.৩৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ৮.৩৯ শতাংশ, পদ্মা অয়েলের ৮.০২ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৭.২১ শতাংশ, এস্কয়ার নিটের ৬.৫৭ শতাংশ, সিকদার ইন্সুরেন্সের ৬.০৩ শতাংশ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫.৮৬ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএইচ