০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

সালমান নারী নির্যাতক ও বিকৃতমনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘সালমান নারী নির্যাতক, উনি বিকৃতমনা, অসুস্থ, ভগবান ভেবে তাকে পুজো করা বন্ধ হোক’। অতি সম্প্রতি বলিউড ভাইজানের বিরুদ্ধে এমনই তিক্ততা উগরে দিলো প্রাক্তন প্রমিকা সোমি আলী। বলিউডের সদা সিঙ্গেল এলিজিবল সালমান। তার জীবনে নারীদের আনাগোনা নেহায়েত কম হয়নি। তবে এখনও সংসার শুরু করা হয়ে ওঠেনি। তাকে দেখলেই সবারই একটাই প্রশ্ন- কবে বিয়ে করছেন সালমান খান? 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর এই প্রশ্নের মাঝেই নতুন অভিযোগ তুললেন সালমানের প্রাক্তন সোমি আলী। এক কালে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন এই সুপার স্টার। শোনা যায়, তখনও অভিনেত্রীর ওপর সালমানের অত্যাচারের জন্যই ভেঙে যায় তাদের সম্পর্ক। 

এবার তেমনই অভিযোগ আনলেন নায়কের আরও এক প্রাক্তন প্রেমিকা। নায়কের প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পোস্টার অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়ে সোমি লেখেন, ‘আপনারা ওকে পুজো করা বন্ধ করুন। ও অসুস্থ। অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পায়। শুধু আমাকে নয়, এমন বহু নারীর ওপর অত্যাচার করেছে সালমান’।

সোমির সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল সালমানের। কিন্তু মাঝপথেই আটকে যায় সেই সিনেমাটি। সেই সময় সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সোমি। তবে অভিনেত্রীর এই অভিযোগের বিরুদ্ধে এখনও মুখ খোলেননি সালমান খান বা তার তরফের কেউই।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সালমান নারী নির্যাতক ও বিকৃতমনা

আপডেট: ০৫:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘সালমান নারী নির্যাতক, উনি বিকৃতমনা, অসুস্থ, ভগবান ভেবে তাকে পুজো করা বন্ধ হোক’। অতি সম্প্রতি বলিউড ভাইজানের বিরুদ্ধে এমনই তিক্ততা উগরে দিলো প্রাক্তন প্রমিকা সোমি আলী। বলিউডের সদা সিঙ্গেল এলিজিবল সালমান। তার জীবনে নারীদের আনাগোনা নেহায়েত কম হয়নি। তবে এখনও সংসার শুরু করা হয়ে ওঠেনি। তাকে দেখলেই সবারই একটাই প্রশ্ন- কবে বিয়ে করছেন সালমান খান? 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর এই প্রশ্নের মাঝেই নতুন অভিযোগ তুললেন সালমানের প্রাক্তন সোমি আলী। এক কালে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন এই সুপার স্টার। শোনা যায়, তখনও অভিনেত্রীর ওপর সালমানের অত্যাচারের জন্যই ভেঙে যায় তাদের সম্পর্ক। 

এবার তেমনই অভিযোগ আনলেন নায়কের আরও এক প্রাক্তন প্রেমিকা। নায়কের প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পোস্টার অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়ে সোমি লেখেন, ‘আপনারা ওকে পুজো করা বন্ধ করুন। ও অসুস্থ। অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পায়। শুধু আমাকে নয়, এমন বহু নারীর ওপর অত্যাচার করেছে সালমান’।

সোমির সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল সালমানের। কিন্তু মাঝপথেই আটকে যায় সেই সিনেমাটি। সেই সময় সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সোমি। তবে অভিনেত্রীর এই অভিযোগের বিরুদ্ধে এখনও মুখ খোলেননি সালমান খান বা তার তরফের কেউই।

ঢাকা/এসএ