সিএপিএম ইউনিট ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

- আপডেট: ০৬:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১০৩৫৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম ইউনিট ফান্ড ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৯১ পয়সা।
আরও পড়ুন: লোকসান কাটাতে পারেনি আফতাব অটোমোবাইলস
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি ২ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ৫৭ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮৭ টাকা ২৫ পয়সা।
ঢাকা/এসএইচ