সিএসই’র নতুন এমডি শওকত হোসেন

- আপডেট: ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১০৩৬৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে শওকত হোসেন নিয়োগ পেয়েছেন। তিনি বিডি ভেঞ্চার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ভিসিপিইএবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শওকত হোসেনের ব্যাংকার হিসাবে ১০ বছর এবং আর্থিক ব্যবস্থাপনা/ অ্যাকাউন্টিং পেশায় ১৮ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন খাতে যেমন ম্যানুফ্যাকচারিং, এনজিও এবং ব্যাংকে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন স্বনামধন্য সংস্থা যেমন ব্র্যাক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং আইসিডিডিআরবি-তে কাজ করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি এসএমই প্রধান এবং প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, ৫৫টি শাখা এবং ১৭টি এসএমই শাখায় অবস্থিত ২৫০ জন কর্মীদের একটি দলের নেতৃত্ব দেন।
তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের এসএমই প্রধান ছিলেন এবং ৬২টি জেলায় ছড়িয়ে থাকা ২৫০টি মার্কেটিং ইউনিট অফিসে অবস্থিত ৭০০ জন কর্মীদের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তিনি ছয় বছর ব্র্যাকের হেড অব ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার ছিলেন।
শওকত হোসেন ১৯৯৪ সালে এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ম্যানিলা, ফিলিপাইন থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
ঢাকা/এসএ